
সমস্ত জল্পনা কাটিয়ে অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চলেছে টিম ইন্ডিয়া। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা থাকলেও চলতি সফরে টি-টোয়েন্টি সিরিজ খেলবে না টিম ইন্ডিয়া। তিনটি টেস্ট ম্যাচ এবং তিনটি ওডিআই ম্যাচ খেলে দেশে ফিরতে হবে বিরাট বাহিনীদের। ইতিমধ্যে সিরিজের দিনক্ষণ প্রকাশ করা হয়েছে দুই দেশের তরফ থেকে। তাছাড়া আসন্ন টেস্ট সিরিজ উপলক্ষে ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। যদিও এখনো ওডিআই সিরিজের স্কোয়াড ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, চলতি সপ্তাহে সবকিছু বিবেচনা করে একদিনের ক্রিকেটের স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিসিআই।
এদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে কয়েক দিনের ছুটিতে ছিলেন ভারতীয় ক্রিকেটাররা। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফর ঘিরে সমস্ত ক্রিকেটার আবার এক ছাতার নিচে আসতে চলেছে। চলতি মাসের ১৬ তারিখে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে বিমানে চড়তে পারে বিরাট কোহলির দল। তবে তার আগে মুম্বাইতে কয়েকদিনের জন্য সুরক্ষা বলয়ের মধ্যে থাকবে ভারতীয় দলের সদস্যরা। সেখান থেকে সোজা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে উড়ে যাবে ভারতীয় দল। যদিও চলতি মাসের ২৬ তারিখে প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামবে দুই দল, কিন্তু দক্ষিণ আফ্রিকায় কিছু দিনের কোয়ারেন্টাইন পিরিয়ড পালন করতে হবে ভারতীয় দলকে।
জানা গিয়েছে, যারা শুধুমাত্র টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন তারা ৪৪ দিন জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থাকবেন। অন্যদিকে, যেসব ক্রিকেটার ওডিআই সিরিজে সুযোগ পাবেন তাদের আরো ৮ দিন জৈব সুরক্ষার মধ্যে থাকতে হবে। অর্থাৎ ভারতীয় দলের বেশিরভাগ সদস্যকে ৫২ দিনের জন্য সুরক্ষা বলয়ে অবস্থান করতে হবে। এক নজরে দেখে নিন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রকাশিত ভারতীয় টেস্ট স্কোয়াড-
ভারতের টেস্ট স্কোয়াড: বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), কে এল রাহুল, মায়ানক আগারওয়াল, চেতেশ্বর পুজারা, অজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, শ্রেয়াস আইয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেট রক্ষক), ঋসব পন্ত (উইকেট রক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ সামি, জসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।
