Connect with us

Cricket News

Smriti Mandhana: আইসিসির বর্ষসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন ভারতীয় ক্রাশ স্মৃতি মন্ধনা!!

Advertisement

মহিলা ক্রিকেটার হিসেবে আইসিসির বর্ষসেরা পুরস্কারের তালিকায় নজর কাড়লেন ভারতীয় ক্রাশ স্মৃতি মন্ধনা। ক্রিকেটে আইসিসির সর্বোচ্চ পুরস্কারের লড়াইয়ে তার পাশাপাশি ছিলেন লিজেল লি, ট্যামি বিউমন্ট, গ্যাবি লুইসরাও। তবে বাকিদের পিছনে ফেলে এবছর “রাচেল ফ্লিন্ট ট্রফি” জিতলেন স্মৃতি। ব্যক্তিগত পুরস্কারে মন্ধনাই ভারতের একমাত্র খেতাবজয়ী মহিলা ক্রিকেটার। যেখানে পুরুষ বিভাগে বিশ্বসেরা ক্রিকেটার বিরাট-রোহিতের খোঁজ মেলেনি সেখানে বিশ্বদরবারে ভারতের মান রাখলেন মহিলা দলের ওপেনার স্মৃতি মন্ধনা।

২০২১ মরশুমে ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ২২টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন স্মৃতি মন্ধনা। যেখানে তিনি ৩৮.৮৬ গড়ে ৮৫৫ রান সংগ্রহ করেন। ১টি সেঞ্চুরি সহ তিনি হাফ-সেঞ্চুরি করেন ৫টি। আর সেই সুবাদেই স্মৃতি মন্ধনার মাথায় উঠেছে ২০২১ মরশুমের বর্ষসেরার মুকুট।

মন্ধনা এবার এককভাবে আইসিসির বর্ষসেরা মহিলা টি-২০ ক্রিকেটারের দৌড়েও নাম লিখিয়েছিলেন। তবে শেষমেশ তাঁকে টেক্কা দিয়ে ইংল্যান্ডের ট্যামি বিউমন্ট সংক্ষিপ্ত ফর্ম্যাটের ব্যক্তিগত খেতাব জেতেন। তবে ক্রিকেটের ৩ ফরম্যাটে মিলিয়ে বিউমন্টকে পিছনে ফেলে “রাচেল ফ্লিন্ট ট্রফির” দখল নিয়েছেন মন্ধনা। অন্যদিকে লিজেল লি আইসিসির বর্ষসেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার জিতেছেন। উল্লেখ্য, স্মৃতি মন্ধনা এবছর আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশেও জায়গা করে নিয়েছেন।

Advertisement

#Trending

More in Cricket News