
বিশ্বকাপের আজকের ম্যাচ ভারতীয় ক্রিকেট দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অথচ আজকের ম্যাচে পরস্পর মুখোমুখি হতে চলেছে নিউজিল্যান্ড আফগানিস্তান। আজকের ম্যাচের ফলাফল নির্ভর করছে ভারতের সেমিফাইনাল নিশ্চিত করন। আজকের ম্যাচে নিউজিল্যান্ড জয় নিশ্চিত করলে সেমিফাইনাল খেলার স্বপ্ন ভারতের কার্যত শেষ হয়ে যাবে। তাই আজকের ম্যাচে যেকোনো মূল্যে আফগানিস্তানের জয় নিশ্চিত হওয়া প্রয়োজন। সেজন্য ভারতীয় সর্মথকরা আজ আফগানিস্তানের হয়ে গলা ফাটাচ্ছে। আজকের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আফগানিস্তান জয় তুলে নিতে পারলে আফগানিস্তানের অর্জিত পয়েন্ট হবে ৬।
অন্যদিকে আগামী সোমবার ভারত শেষ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে। সে ক্ষেত্রে ভারত, নিউজিল্যান্ড এবং আফগানিস্তানের পয়েন্ট একই হবে। সেক্ষেত্রে এই তিন দল একই পয়েন্ট অর্জন করবে। তখন এই তিন দলের মধ্যে যার নেট রান রেট বেশি থাকবে সেই দল দ্বিতীয় গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। যদি ধরে নেওয়া যায় আফগানিস্তান নিউজিল্যান্ডকে পরাজিত করবে সেক্ষেত্রে সেমিফাইনালে যাওয়ার জন্য ভারতের সমীকরণ কি হতে পারে দেখে নেওয়া যাক
যদি নিউজিল্যান্ড ৫০ রানের কম ব্যবধানে আফগানিস্তানের বিরুদ্ধে হরে সে ক্ষেত্রে ভারত নামিবিয়ার বিরুদ্ধে ৩৭ রানে ম্যাচ জিতলেই সেমিফাইনালে চলে যাবে। অথবা ভারত যদি পরে ব্যাট করে সে ক্ষেত্রে ১৫.৫ ওভারের মধ্যে ম্যাচ জিতে যায়, তবে কোহলিদের হাতেই আসবে সেমিফাইনালের টিকিট। অন্যভাবে, আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে ২৫ রানের কম ব্যবধানে হারায়, তবে ভারত নমিবিয়াকে ১৪ রানের ব্যবধানে হারালেই সেমিফাইনালে পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। অন্যভাবে, যদি ভারত পরে ব্যাট করলে ভারতের টার্গেট থাকবে ১৮ ওভারের মধ্যে জয় তুলে নেওয়া। তাহলেই দ্বিতীয় গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করবে ভারত।
