
সম্প্রতি ভারতীয় ক্রিকেটে উথালপাতাল পরিবর্তন এসেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। সেই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কোহলি ভক্তরা। তবে সম্প্রতি একরকম জোর করে একদিনের ক্রিকেটে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড ৪৮ ঘণ্টা সময় বেঁধে দিয়েছিল বিরাট কোহলির জন্য। তাকে বলা হয়েছিল একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াতে। যদিও তার দিক থেকে কোনরকম প্রতিক্রিয়া দেখা যায়নি। তাই ভারতীয় ক্রিকেট বোর্ড বাধ্য হয়েই রোহিত শর্মাকে আসন্ন দিনে একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে নিযুক্ত করেছে।
আর তার ফলশ্রুতিতে ক্রিকেটপ্রেমীরা দুই অংশে বিভক্ত হয়ে গেছে। একদল মনে করছেন, ভারতীয় দলের জন্য রোহিত শর্মার যোগ্য অধিনায়ক। অন্যদলের মতে, বিরাট কোহলির অধীনে একদিনের ক্রিকেটে ভারতীয় দল যে প্রভূত উন্নতি করেছে তা রোহিত শর্মার অধীনে কখনোই সম্ভব হবে না। এমন পরিস্থিতিতে ভারতের প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর নিজের বক্তব্য পেশ করেছেন। তিনি এদিন ক্রিকেট সম্পর্কিত আলোচনায় বলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়ার পর এটা নিশ্চিত হয়ে গিয়েছিল ওডিআই ক্রিকেটেও অধিনায়কত্ব ছাড়তে হবে বিরাট কোহলিকে। অবশেষে ভারতীয় ক্রিকেট বোর্ড সেই সিদ্ধান্তকে সম্মতি জানিয়েছে।
আমি ব্যক্তিগতভাবে মনে করি, এটি ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সাদা বলে দুজন অধিনায়ক থাকা অনেকটা বেমানান। তাছাড়া রোহিত শর্মা অধিনায়ক হিসেবে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন ইতিমধ্যে। সাদা বলের নেতৃত্ব রোহিত শর্মার হাতে এবং লাল বলেন নেতৃত্ব বিরাট কোহলির হাতে ক্রিকেট বোর্ডের সময়োপযোগী সিদ্ধান্ত। আমি মনে করি, সাদা বলেন নেতৃত্ব সঠিক সময়ে সঠিক ব্যক্তির হাতে গেছে। আর আসন্ন দিনে ভারত নিশ্চয়ই তার ফল ভোগ করবে। অধিনায়কত্বের সাথে সাথে নিজের খেলারও প্রভূত উন্নতি সাধন করবে রোহিত শর্মা। আমি মনে করি, ভারতীয় দল এখন নিরাপদ হাতে রয়েছে।
