Connect with us

Cricket News

Indian Captain: কোহলির বদলে ভারতীয় দলের নেতা রোহিত শর্মা, মুখ খুললেন আজহারউদ্দিন

Advertisement

সম্প্রতি ভারতীয় ক্রিকেটে আমূল পরিবর্তন হয়েছে। হঠাৎই বিরাট কোহলির পরিবর্তে একদিনের ক্রিকেটে অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। এর কিছুদিন আগে টি-টোয়েন্টি ক্রিকেটেও অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় এখন যথেষ্ট উত্তপ্ত। ক্রিকেটপ্রেমীরা বিভক্ত হয়েছেন দুই শিবিরে। একদলের মতে বিরাট কোহলিকে অধিনায়ক পদ থেকে সরিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। অন্য ক্রিকেটপ্রেমীদের মতে, সাফল্যের দিক থেকে বিরাট কোহলির ধারের কাছে নেই ভারতীয় কোন অধিনায়ক। শুধুমাত্র আইসিসি ট্রফি ঘরে তুলতে পারেননি বলে তার এই অবস্থা। আরো কিছুদিন তার উপর বিশ্বাস রাখতে পারতো ভারতীয় ক্রিকেট বোর্ড।

ক্রিকেটপ্রেমীদের এই অমীমাংসিত মন্তব্যের মধ্যে নিজের মন্তব্য পেশ করে বসলেন প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, “রোহিত শর্মার কাছ থেকে অনেক কিছু পাওয়ার আশা রয়েছে। ভারতীয় দলের যোগ্য নেতা হবে ও। দলকে নেতৃত্ব দিয়ে খারাপ পরিস্থিতি থেকে জেতানোর ক্ষমতা রয়েছে রোহিত শর্মার। দীর্ঘদিন ধরে ভারতের যে স্থানটি শূন্য অবস্থায় রয়েছে আশা করি রোহিত শর্মার হাত ধরে সেই স্থান পূর্ণ হবে।”

ভারতীয় দলে একদিনের ক্রিকেটে দায়িত্ব পাওয়ার পর সংবাদমাধ্যমে রোহিত শর্মা নিজের মন্তব্য পেশ করেছেন। তিনি সংবাদমাধ্যমে জানিয়েছেন,”ভারতীয় ক্রিকেট বোর্ড যে তার উপর আস্থা রেখেছে সেই আস্থা পূর্ণ করার চেষ্টা করবেন তিনি। দলের কঠিন পরিস্থিতিতে কিভাবে খেলোয়াড়রা পুনরায় খেলায় ফিরতে পারেন সে বিষয়ে কাজ করবেন তিনি।” অবশ্য অধিনায়কত্ব হারানোর পর কোন রকম প্রতিক্রিয়া দেখা যায়নি বিরাট কোহলির দিক থেকে।

এদিকে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী সংবাদমাধ্যমে বলেছেন, আমরা বিরাটকে বারবার অনুরোধ করেছিলাম টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করার জন্য। কিন্তু ও কোনো মতে সেই বিষয়ে রাজি হয়নি। এদিকে দল নির্বাচকরা সাদা বলে দুজন অধিনায়ক রাখতে নারাজ। তাই বাধ্য হয়ে আমাদের চূড়ান্ত নির্ণয় নিতে হয়েছে। তবে লাল বলে গুরু দায়িত্ব দেওয়া হয়েছে বিরাট কোহলির উপরেই।

Advertisement

#Trending

More in Cricket News