
ইংল্যান্ড পৌঁছাল টিম ইন্ডিয়া। গতকাল মধ্যরাতে মুম্বাই এয়ারপোর্ট থেকে পরিবার সহ চার্টার্ড বিমান করে রওনা দেয় ভারতের পুরুষ ও মহিলা দল। লন্ডনে নেমে সেখান থেকে সাদাম্পটনের হোটেলে এখন কোয়ারেন্টাইনে থাকবেন বিরাট কোহলীরা। ক্রিকেটার এবং তাঁদের পরিবার একসঙ্গে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করেছেন। নির্ধারিত নিভৃতবাসের পরেই মিলবে অনুশীলনের সুযোগ। আগামী চার মাস তাঁরা সেখানেই থাকবেন।
সাদাম্পটনে পৌঁছেই সেখানকার ছবি পোস্ট করেছেন ঋদ্ধিমান সাহা। নিজের ঘরের ব্যালকনি থেকে সবুজ ঘাসে ভরা সাদাম্পটনের এজিয়াস বোলের ছবি শেয়ার করেন ঋদ্ধিমান। ক্যাপশানে লেখেন, ” ঘরের ব্যালকনি থেকে এরকমই দৃশ্য দেখা যাচ্ছে। আপনাদের মতামত কি?” কমেন্ট বক্সে ডেভিড ওয়ার্নার লিখেছেন, “আচ্ছা, এটা কি ৩১৮ নম্বর ঘর?”
That’s our view from the room balcony..Your thoughts? 💭 @BCCI pic.twitter.com/0OB0kpwnOY
— Wriddhiman Saha (@Wriddhipops) June 3, 2021
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ফাইনালে কেন উইলিয়ামসনের নেতৃত্বাধীন নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুখোমুখি হতে চলেছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল। উদ্বোধনী ডাব্লুটিসি শিরোপা ম্যাচের প্রত্যাশা ইতিমধ্যে গত কয়েক সপ্তাহে আকাশচুম্বী হয়েছে। ভক্ত এবং ক্রিকেট পণ্ডিতরা ভারতের প্লেয়িং ইলেভেনে কার থাকা উচিত কার নয় তা নিয়ে বিতর্ক চালিয়ে যাচ্ছেন।
