Connect with us

Cricket News

কাল থেকে শুরু ভারতের অস্ট্রেলিয়া সফর, ফুরফুরে মেজাজে বিরাট

Advertisement

ওয়ানডে ভারতের অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে কাল থেকে। কাল সিডনিতে প্রথম ওয়ানডে, ২৯ তারিখ দ্বিতীয় ওয়ানডেও অনুষ্ঠিত হবে একই মাঠে এবং ওয়ানডে সিরিজের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে। ওয়ানডে সিরিজের পর টি-২০ সিরিজ। আগামী ৪ ডিসেম্বর টি-২০ সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ক্যানবেরায়। ৬ ও ৮ তারিখ সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে সিডনিতে।

ওয়ানডে ও টি-২০ সিরিজ শেষ হওয়ার পর ১৭ তারিখ থেকে শুরু হচ্ছে ৪ ম্যাচের লড়াই। প্রথমবার বাবা হতে চলায় প্রথম টেস্ট ম্যাচ খেলেই দেশে ফিরবেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। বাকী তিনটি টেস্টে অজিঙ্কে রাহানে হাতে থাকবে ক্যাপ্টেনের ব্যাটন। আগামী ১৭-২১ ডিসেম্বর পর্যন্ত অ্যাডিলেড ওভালে প্রথম টেস্ট খেলা হবে। এই পিঙ্ক বলের দিন-রাতের টেস্ট ম্যাচ। ২৬-৩০ ডিসেম্বর মেলবোর্নে বক্সিং ডে টেস্ট। সিডনিতে তৃতীয় টেস্ট চলবে ৭-১১ ডিসেম্বর পর্যন্ত। চতুর্থ তথা শেষ টেস্ট ব্রিসবেনে ১৫-১৯ জানুয়ারি পর্যন্ত।

এদিকে ওয়ানডে সিরিজ শুরুর আগে নেটে বিরাট কোহলির ভিডিও পোস্ট করল বিসিসিআই। ক্রিজ ছেড়ে বেরিয়ে তুলে মারছেন যেমন, তেমনই মারছেন অফড্রাইভ, কাট। অনায়াসে ফ্লিক করছেন। মিড উইকেটে বল পাঠাচ্ছেন কব্জির মোচড়ে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম এক দিনের ম্যাচের আগে নেটে রীতিমতো ছন্দে দেখা গেল ভারত অধিনায়ক বিরাট কোহালিকে। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পোস্ট করা সেই ভিডিয়ো মুহূর্তের মধ্যে দ্রুত সাড়া ফেলেছে সোশ্যাল মিডিয়ায়।

ব্যাটে বলের মধুর শব্দে তাঁর টাইমিং প্রতিফলিত হচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করলেন অনেকে। কেউ আবার চাইলেন সেঞ্চুরি।

Advertisement

#Trending

More in Cricket News