
২০২০-২১ এর ভারতের ঘরোয়া ক্রিকেট সিজন শুরু হচ্ছে জানুয়ারিতে সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রফির মাধ্যমে। বিসিসিআইএর তরফে জানানো হয়েছে ১০ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে এই টি-২০ টুর্নামেন্ট। ফেব্রুয়ারিতে আইপিএলের জন্য মেগা অকশন অনুষ্ঠিত হবে। যেখানে আরো ২টি নতুন টিম অংশগ্রহণ করবে। তাই তার আগে একটা টি-২০ টুর্নামেন্ট করতে চাইছে বিসিসিআই।
কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে ছটি রাজ্যের মাঠে হবে খেলা। সেখানে তৈরি করা হবে বায়ো সিকিওর বাবল। জানুয়ারির ২ তারিখের মধ্যে নিজেদের ম্যাচ ভেনুতে পৌঁছতে হবে দলগুলিকে। রাজ্য সংস্থাগুলিকে পাঠানো ইমেল বার্তায় এমনটাই জানিয়েছেন বোর্ড সচিব জয় শাহ।
অনেকদিন ধরেই দাবি উঠছিল ঘরোয়া ক্রিকেট চালু করার। মুস্তাক আলি ট্রফি দিয়ে সেই লক্ষ্যের দিকেই এগোচ্ছে বোর্ড। তবে এখনও রঞ্জি ট্রফি নিয়ে কোনও সিদ্ধান্ত নিয়ে উঠতে পারেনি বিসিসিআই। সচিব জয় শাহ জানিয়েছেন, মুস্তাক আলি ট্রফির গ্রুপ পর্বের ম্যাচের সময়ে, রঞ্জি ট্রফি ও বিজয় হাজারে ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁরা। মাথায় রাখা হবে বিভিন্ন রাজ্য সংস্থা গুলোর দেওয়া প্রস্তাবও।
