
আজাজ প্যাটেলের ১০ উইকেটের মাহাত্ম্য যেন বিলীন হয়ে গেছে ভারতীয় ক্রিকেটারদের সামনে। একাই ১০ উইকেট সংগ্রহ করলেও প্রথম ইনিংস শেষে নিউজিল্যান্ড সবকটি উইকেট হারিয়ে সংগ্রহ করেছে মাত্র ৬২ রান। রবীচন্দ্রন অশ্বিন এবং মোহাম্মদ সিরাজ এর অসাধারণ যুগলবন্দিতে তিন অঙ্কের কোটায় পৌঁছাতে পারেনি নিউজিল্যান্ড বাহিনী। অন্যদিকে টসে জিতে ব্যাটিং করে ভারত প্রথম ইনিংস শেষ সবকটি উইকেট হারিয়ে ৩২৫ রান সংগ্রহ করে। মায়ানক আগারওয়ালের অনবদ্য ১৫০ রানের ইনিংসের ওপর ভর করে বিশাল লক্ষ্যমাত্রা স্থির করতে সক্ষম হয় ভারত। রানের চাপে মাত্র ৬২ রানে নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়ে যাওয়ায় ২৬৩ রানের বিশাল লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে বিরাট বাহিনী।
নিউজিল্যান্ডের ইনিংস শেষ হয়ে যাওয়ায় দ্বিতীয় দিনে ফের ব্যাটিং করতে নামে ভারতীয় দল। তবে এ ক্ষেত্রে ওপেনিং জুটিতে মায়ানক আগারওয়ালের সাথে মাঠে নামেন চেতেশ্বর পুজারা। দ্বিতীয় দিনে ভারতের দ্বিতীয় ইনিংস দুর্দান্ত শুরু হয়েছে ওপেনিং জুটিতে। দ্বিতীয় দিনের খেলা শেষে কোন উইকেট না হারিয়ে ভারতের সংগ্রহ ৬৯ রান। বর্তমানে মায়ানক আগারওয়াল অপরাজিত ৩৮ এবং চেতেশ্বর পুজারা অপরাজিত ২৯ রানে ক্রিজে দাঁড়িয়ে রয়েছেন। দ্বিতীয় দিনের খেলা শেষে ৩৩২ রানের বিশাল লিডে দাঁড়িয়ে রয়েছে ভারত।
যদিও প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের মাত্র ৬২ রানে শান্ত করা মোটেও সহজ ছিল না ভারতীয় বোলারদের জন্য। ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিং-এর সামনে একের পর এক উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় কিউইরা। দলের জন্য কাইল জামিসন ব্যক্তিগত ১৭ এবং টম লাথাম ব্যক্তিগত ১০ রানের ইনিংস খেলেন। এছাড়া আর কোন ব্যাটসম্যান টপকাতে পারেননি দুই অঙ্কের কোটা। ভারতের হয়ে রবীচন্দ্রন অশ্বিন ব্যক্তিগত চারটি, মোহাম্মদ সিরাজ ব্যক্তিগত তিনটি, অক্ষর প্যাটেল ব্যক্তিগত দুটি এবং জান্তা যাদব ব্যক্তিগত একটি উইকেট দখল করেন। নিউজিল্যান্ড প্রথম ইনিংসে ২৮.১ ওভার ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে মাত্র ৬২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলশ্রুতিতে ভারতের হাতে এখন ৩৩২ রানের লিড এবং তিন দিন সময় রয়েছে। তাই আগে থেকে জয়ের স্বাদ উপভোগ করতে পারছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।
