Connect with us

Cricket News

IND vs NAM: বিশ্বকাপে ভারতের পথ চলা শেষ, আজ নামিবিয়ার বিরুদ্ধে কেমন দল নামাবে টিম ইন্ডিয়া

Advertisement

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে যাত্রা শেষ করতে হলো ভারতকে। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে ৮ উইকেটের ব্যবধানে পরাজিত করে দ্বিতীয় দল হিসেবে নিউজিল্যান্ড সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে। তাই নামিবিয়ার বিরুদ্ধে আজকের ম্যাচ নামমাত্র। আজকের ম্যাচে জয় বা পরাজয় মেনে ভারতের জন্য মূল্যহীন। কারণ আজকের ম্যাচে জয় লাভ করলে ভারত মোট ৬ পয়েন্ট অর্জন করবে। যাতনা নিউজিল্যান্ড ২ পয়েন্ট অধিক অর্জন করেছে। দীর্ঘ প্রায় ৯ বছর পর ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায় নিল।

আজ গ্রুপ পর্যায়ের শেষ খেলা অনুষ্ঠিত হবে ভারত এবং নামিবিয়ার মধ্যে। যদিও ম্যাচটি ভারতের জন্য একদমই গুরুত্বহীন কিন্তু তারপরেও নামিবিয়ার বিরুদ্ধে ভারতের রেকর্ড ধরে রাখার জন্য আজকের ম্যাচে বিশাল ব্যবধানে জয় নিশ্চিত করা প্রয়োজন ভারতের। কারণ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ আসরে ভারত যতটা এগিয়ে যাবে আসন্ন অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ঠিক ততটাই আত্মনির্ভর হয়ে খেলা করবে। উল্লেখ্য, আজ টি-টোয়েন্টি বিশ্বকাপে বিরাট কোহলিকে শেষবারের মতো ভারতীয় দলকে নেতৃত্ব দিতে দেখা যাবে। বিশ্বকাপ শুরুর আগে বিরাট কোহলি ইঙ্গিত দিয়েছিলেন, বিশ্বকাপ শেষে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে নেতৃত্ব ছেড়ে দেবেন। তাই বিরাট ভক্তদের জন্য আজকের ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামিবিয়ার বিরুদ্ধে ভারত আজকে যে শক্তিশালী একাদশ মাঠে নামাতে চলেছে-

ভারতের সম্ভাব্য শক্তিশালী একাদশ: কে এল রাহুল, রোহিত শর্মা, বিরাট কোহলি (অধিনায়ক), সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত (উইকেট রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, জসপ্রিত বুমরাহ।

নামিবিয়ার সম্ভাব্য শক্তিশালী একাদশ: স্টিফেন বার্ড, মাইকেল ভ্যান লিঙ্গেন, ক্রেগ উইলিয়ামস, গেরহার্ড ইরাসমাস (c), ডেভিড উইজ, জেজে স্মিট, জ্যান নিকোল লোফটি-ইটন, রুবেন ট্রাম্পেলম্যান, জেন গ্রিন (wk), জ্যান ফ্রাইলঙ্ক, বার্নার্ড স্কোল্টজ

Advertisement

#Trending

More in Cricket News