
চারবারের বিশ্বকাপজয়ী ভারত আবারো ফেভারেট দল হিসেবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মাঠে নামতে চলেছে। শনিবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের (U 19 World Cup) জন্য ভারতীয় দল (Indian Cricket Team) ঘোষণা করা হল। ১৭ জনের দলে সুযোগ পেয়েছেন বাংলার এক ক্রিকেটার। তিনি বাঁহাতি জোরে বোলার রবি কুমার (Ravi Kumar)। আসন্ন অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ ও বিশ্বকাপে ছোটদের ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন দিল্লির ব্যাটার যশ ধূল (Yash Dhull)।
আগামী ২৩শে ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসতে চলেছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আসর। বর্তমানে ২৫ সদস্যের ভারতীয় দল ন্যাশনাল ক্রিকেট একাডেমি ব্যাঙ্গালুরুতে অনুশীলন চালিয়ে যাচ্ছে। ভিভিএস লক্ষণের উপস্থিতিতে প্রশিক্ষণ নিচ্ছে ভারতীয় তরুণ ক্রিকেটাররা। কয়েকদিন আগে রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা তরুণ ক্রিকেটারদের জন্য মূল্যবান পরামর্শ দিতে তাদের শিবিরে গিয়েছিলেন। দিল্লির ডানহাতি ব্যাটার যশ ধূল চলতি বছর বিনু মানকর ট্রফিতে সর্বোচ্চ রান করেছিলেন। মাত্র ৫টি ম্যাচে ৩০২ রান করেছিলেন তিনি। গড় ৭৫.৫০। তাই বিরাট কোহলির দিল্লি থেকে উঠে আসা তরুণের হাতে দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
সেখান থেকে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে ওয়েস্ট ইন্ডিজ রওনা হবে ভারতীয় দল। আগামী ১৪ই জানুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই বিশ্বকাপের আয়োজন। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলে সুযোগ পেলেন বাংলার দুই ক্রিকেটার। চূড়ান্ত দলে সুযোগ পেয়েছেন রবি কুমার। অমৃত রাজ উপাধ্যায়কে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে। এই খবরে বাংলা ক্রিকেটে রীতি মতো খুশির হাওয়া। বাংলার দুই তরুণ ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের পথে নিজেদের প্রমাণ করতে যাবেন। আগামী দিনের তারকাদের শুভেচ্ছা জানিয়েছে সিএবি।
এক নজরে ভারতীয় স্কোয়াড: যশ ধূল (অধিনায়ক), হরনুর সিং, অঙ্গকৃশ রঘুবংশী, এস কে রশিদ (সহ-অধিনায়ক), নিশান্ত সিন্ধু, সিদ্ধার্থ যাদব, আনিশ্বর গৌতম, দীনেশ বানা (উইকেটরক্ষক), আরাধ্য যাদব (উইকেটরক্ষক), রাজ অঙ্গদ বাওয়া, মানব পরখ, কৌশল তাম্বে, আর এস হানগার্গেকর, বাসু বৎস, ভিকি অস্তওয়াল, রবি কুমার ও গর্ভ সঙ্গওয়ান।
