Connect with us

Cricket News

Rohit Sharma: অনুশীলনে চোট, দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা

Advertisement

সদ্য ভারতীয় ক্রিকেটে উথালপাথাল পরিবর্তন ঘটেছে। টি-টোয়েন্টি ক্রিকেটের পর একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব পেয়েছেন রোহিত শর্মা। তার সাথে উপহার হিসেবে পেয়েছেন টেস্ট দলের সহ-অধিনায়ক পদ। কিন্তু সবকিছু হয়তো বা অধরা থেকে যেতে চলেছে রোহিত শর্মার জন্য। একসাথে এত খুশির খবর সহ্য হলো না ভারতীয় হিটম্যানের। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ছুটিতে ছিলেন রোহিত শর্মা। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে সহ অধিনায়ক হিসেবে ভারতীয় দলের সাথে উড়ে যাওয়ার কথা ছিল তার। আগামী ১৬ তারিখ মুম্বাই বিমানবন্দর থেকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে প্লেনে বসবে ভারতীয় দল।

দীর্ঘদিন লাল বল থেকে দূরে ছিলেন রোহিত শর্মা। তাই দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়ার আগে নিজেকে প্রস্তুত করে নিচ্ছিলেন তিনি। আর সেখানেই ঘটেছে যত বিপত্তি। বাঁ-দিকের হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। গত রবিবার চোট পান রোহিত শর্মা। চোটের গভীরতা পরীক্ষা করে ভারতীয় ক্রিকেট বোর্ডের মেডিকেল টিম জানিয়ে দেন দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজ খেলতে পারবেন না রোহিত শর্মা। এমনকি ওডিআই সিরিজ খেলতে পারবেন কিনা সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। এই ঘটনার পর রোহিত শর্মা আর ভারতীয় ক্যাম্পে যোগদান করেননি।

ইতিমধ্যে রোহিত শর্মার বিকল্প হিসেবে ভারতীয় স্কোয়াডে প্রিয়ঙ্ক পাঞ্চালের নাম ঘোষণা করে দিয়েছে বিসিসিআই। সদ্য দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিরুদ্ধে তিনটি বেসরকারি টেস্টে ভারতীয় ‘এ’ দলকে নেতৃত্ব দিয়েছেন পাঞ্চাল। এই সফরে গুজরাতের ওপেনার তিনটি ইনিংসে মোট ১২০ রান করেছেন, যার মধ্যে সর্বোচ্চ ৯৬। প্রথম শ্রেণীর ক্রিকেটে এখনও অবধি প্রিয়ঙ্ক পাঞ্চাল ১০০টি ম্যাচ খেলে ৪৫.৫২-র গড়ে ২৪টি শতরানসহ মোট ৭০১১ রান করেছেন। তাই রোহিত শর্মার বিকল্প হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে তাকে স্কোয়াডে স্থান দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিকে সদ্য পাওয়া ওডিআই ক্রিকেটে অধিনায়কত্ব, টেস্ট ক্রিকেটে সহ-অধিনায়কত্ব সবই যেন বিফলে যেতে বসেছে রোহিত শর্মার জন্য। আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে রোহিত শর্মার বিকল্প ক্রিকেটারের নাম ঘোষিত হলেও সহ-অধিনায়কের নাম ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড।

Advertisement

#Trending

More in Cricket News