Connect with us

Cricket News

IND Vs RSA: ঘায়েল রোহিত শর্মা, একদিনের ক্রিকেটে নেতা কে এল রাহুল!

Advertisement

সম্প্রতি ভারতীয় ক্রিকেটে নেতৃত্তের রদবদল ঘটেছে। ইতিপূর্বে ভারতীয় ক্রিকেটে সমস্ত ফরম্যাটে দলকে নেতৃত্ব দিতেন বিরাট কোহলি। দীর্ঘদিন ভারতীয় দলকে নেতৃত্ব দিয়ে একটিও আইসিসি ট্রফি ঘরে তুলতে পারেননি তিনি। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের পর টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়কত্ব থেকে সরে আসেন বিরাট কোহলি। স্বভাবতই সেই দায়িত্ব গিয়ে পড়ে অভিজ্ঞ রোহিত শর্মার কাঁদে। তবে শুধুমাত্র টি-টোয়েন্টি নয়, একদিনের ক্রিকেটেও নেতৃত্ব গিয়েছে তার কাঁধে। শুধুমাত্র টেস্ট ক্রিকেটে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলি।

বর্তমানে ভারত বিরাট কোহলির নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত রয়েছে। এই সফরে তিনটি টেস্ট এবং তিনটি ওডিআই ম্যাচ খেলার কথা টিম ইন্ডিয়ার। যথারীতি চলতি সফরের প্রথম টেস্ট ম্যাচে ১১৩ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে বিরাট বাহিনী। এই সফরে বিরাট কোহলি ডেপুটি হিসেবে কাজ করার কথা ছিল রোহিত শর্মার। তবে মুম্বাইয়ে অনুশীলন করতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পান রোহিত শর্মা। ফলশ্রুতিতে দক্ষিণ আফ্রিকা সফরে প্লেনে চড়তে পারেননি তিনি। তার ফলে সেই দায়িত্ব গিয়ে পড়ে ভারতীয় ক্রিকেটার কে এল রাহুলের উপর।

দক্ষিণ আফ্রিকা সফরে ঘোষিত হল ওডিআই স্কোয়াড। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে যে, চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই সিরিজ খেলবেন না রোহিত শর্মা। বরং তার বদলে দক্ষিণ আফ্রিকায় একদিনের ক্রিকেটে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল। দক্ষিণ আফ্রিকা সফরে এমনটাই ঘটতে পারে সেটি ইতিপূর্বে আন্দাজ করেছিলেন ক্রিকেটপ্রেমীরা। তবে ওডিআই সিরিজে কে এল রাহুলের ডেপুটি হিসেবে কাজ করবেন জসপ্রীত বুমরাহ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের ওডিআই স্কোয়াড: কে এল রাহুল (অধিনায়ক), জসপ্রীত বুমরাহ (সহ-অধিনায়ক), শিখর ধওয়ান, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, বেঙ্কটেশ আইয়ার, ঋষভ পন্থ, ইশান কিশন, যুজবেন্দ্র চাহাল, রবিচন্দ্রন অশ্বিন, ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, দীপক চাহার, প্রসিদ্ধ কৃষ্ণা, শার্দূল ঠাকুর এবং মহম্মদ সিরাজ।

Advertisement

#Trending

More in Cricket News