
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লীগ। যেখানে খেলার জন্য ক্রিকেটাররা মরিয়া হয়ে থাকেন। টাকার ফুলঝুরি যেন লেগেই আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে। নামিদামি কোম্পানির বিজ্ঞাপন করেও প্রচুর টাকা উপার্জন করে থাকেন আইপিএলে খেলা ক্রিকেটাররা। তাই ধরা হয় আইপিএলের সুযোগ পাওয়া ভাগ্যের ব্যাপার। এই আইপিএল থেকে উঠে এসেছে ভারতের বড় বড় ক্রিকেট তারকা। ২০২১ সিজেন যাদের জন্য শেষ আইপিএল হতে পারে এমন ৫ জন ক্রিকেটার হলেন-
৫. রবিন উত্থাপা: এই লিস্টের সর্বশেষ স্থানের নাম রয়েছে ভারতীয় উইকেটকিপার ব্যাটসম্যান রবিন উত্থাপার। বর্তমান সময়ে রবিন উত্থাপা রাজস্থান রয়েলসের হয়ে আইপিএল খেলা থাকেন। তবে চলতি মৌসুমে একটি ম্যাচও খেলার সুযোগ পাননি রবিন।
৪. হরভজন সিং: এই লিস্টে নাম রয়েছে ভারতীয় ডান হাতি স্পিনার হরভজন সিংয়ের। ৪১ বছর বয়সী হরভজন সিং বর্তমানে কলকাতার নাইট রাইডার্স এর হয়ে আইপিএল খেলে থাকেন। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করেন এটি তার শেষ আইপিএল হতে পারে।
৩. ক্রিস গেইল: এই লিস্টে নাম রয়েছে ক্রিকেট দানব ক্রিস গেইলের। বড় বড় ছয় মারতে অভ্যস্ত ক্রিস গেইল বর্তমানে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএল খেলে থাকেন। ৪১ বছর বয়সী এই তারকার এটিই হতে পারে শেষ এডিশন।
২. এবি ডি ভিলিয়ার্স: মিস্টার ৩৬০⁰ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অনেক আগেই। এবারও সেই অবসরের ধারা অব্যাহত থাকতে পারে বলে মনে করেন অনেক ক্রিকেটপ্রেমীরা। বর্তমানে তিনি রয়েল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দুর্দান্ত পারফরম্যান্স করেন আইপিএলে।
১. মহেন্দ্র সিং ধোনি: এই লিস্টে নাম রয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও। ক্যাপ্টেন কুল যে কি করবেন সেটি কারোর ধরাছোঁয়ার বাইরে। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক এই এডিশনে নিজের অবসরের কথা ঘোষণা করতে পারেন।
