
আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল খেলায় পরস্পর মুখোমুখি হতে চলেছে ইংল্যান্ড নিউজিল্যান্ড। তাছাড়া দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং পাকিস্তান। আজ প্রথম সেমিফাইনাল ঘিরে ক্রিকেটমহলে উত্তেজনা তুঙ্গে। কারণ আজকের ম্যাচের পরাজিত দল সরাসরি বাড়ি ফেরার রাস্তা ধরবে। তাই উভয় দল নিজেদের যথাযথ শক্তি প্রদর্শন করতে ব্যাস্ত থাকবে। ইতিপূর্বে এই দুই দল যতবার মুখোমুখি হয়েছে টান টান উত্তেজনার মধ্য দিয়ে খেলার পরিসমাপ্তি ঘটেছে। আজকের ম্যাচও যে সেই পথে দৌড়াবে সেটি আর বলে দিতে হয় না। একদিকে ইয়ন মরগানের দুর্দান্ত ফর্মে থাকা টিম ইংল্যান্ড এবং অন্যদিকে ২০১৯ ওডিআই বিশ্বকাপের প্রতিশোধ নিতে মুখিয়ে রয়েছে উইলিয়ামসনের নিউজিল্যান্ড।
আজকের ম্যাচের সমীকরণ কি হবে সেটা নির্ণয় করা যথেষ্ট কঠিন বলে মনে করেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে ইতিপূর্বে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এই দুটি দল মোট ২১ বার মুখোমুখি হয়েছে। যেখানে ইংল্যান্ড ১৩ বার জয় অর্জন করে নিতে সক্ষম হয়েছে। অন্যদিকে সেই দৌড়ে নিউজিল্যান্ড মাত্র ৮ বার। নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যে মোকাবেলায় ইংল্যান্ড অনেকটা চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে নিউজিল্যান্ডের উপর। সেই দৃষ্টিকোণ থেকে দেখলে আজকের ম্যাচে নিউজিল্যান্ডের উপর মর্গান বাহিনী ভারী পড়তে পারেন। একদিকে ইংল্যান্ড গ্রুপ পর্যায়ে সমস্ত ম্যাচে জিতে তবেই সেমিফাইনালে পৌঁছেছে। অন্যদিকে নিউজিল্যান্ড গ্রুপ পর্যায়ে পাকিস্তানের কাছে পরাজয় স্বীকার করেছে। তাই আজকের খেলায় সঠিক সমীকরণ নির্ণয় করা বাস্তবেই অনেক কঠিন। দেখে নিন আজকের ম্যাচের দুই দলের সম্ভাব্য শক্তিশালী একাদশ-
ইংল্যান্ডের সম্ভাব্য শক্তিশালী একাদশ: জস বাটলার (উইকেটরক্ষক), জনি বেয়ারস্টো, ডেভিড মালান, মঈন আলী, ইয়ন মরগান (অধিনায়ক), স্যাম বিলিংস, লিয়াম লিভিংস্টোন, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, মার্ক উড, আদিল রশিদ
নিউজিল্যান্ডের সম্ভাব্য শক্তিশালী একাদশ: মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে টিম সাউদি, ইশ সোধি, ট্রেন্ট বোল্ট
