
ভারত ও শ্রীলংকার মধ্যে তিনটি ওডিআই ম্যাচের প্রথমটি গতকাল অনুষ্ঠিত হয়েছে। বহু জল্পনা-কল্পনার পর কাল ঈশান কিশান তার জীবনের প্রথম ওডিআই ম্যাচ খেলার সুযোগ পায়। সঞ্জু স্যামসান এর ইনজুরির কারণে তার জায়গায় দলে অন্তর্ভুক্ত হয় ঈশান কিশান। আন্তর্জাতিক একদিনের ম্যাচে পদার্পণ করেই ভারতের জন্য উপহার দিলো একটি দুর্দান্ত ইনিংস। তিনি ব্যক্তিগত ৫৯ রান করেন দলের জন্য। ব্যাটিং করতে নেমেই বিরোধী দলের প্রথম বলে ছয় মেরে সূচনা করেন তার আন্তর্জাতিক ক্যারিয়ার। পরপর দু বলে যোগ করেন দশটি রান।
উল্লেখ্য, ২৩ বছর বয়সী ঈশান কিশান আন্তর্জাতিক আঙ্গিনায় পদার্পণ করেন ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে। কে এল রাহুলের সাথে জুড়ি বেঁধে দলের খাতায় যোগ করেন ৩২ বলে ৫৬ রানের ইনিংস। গতকাল ছিল ঈশান কিশান এর জন্মদিন। আর জন্মদিনেই তিনি ভারতের ক্রিকেটপ্রেমীদের দিলেন এত বড় উপহার। ভারতের ক্রিকেটপ্রেমীরা তার জন্মদিনে তাকে হাজারো শুভেচ্ছা জানিয়েছেন।
এটা দিয়েই শুরু হলো তার আন্তর্জাতিক ক্রিকেটে বিচরণ। দলের হয়ে খেলতে নেমে ওপেনিং জুটিতে পৃথ্বী শ এবং শেখর ধাওয়ান যুক্ত করেন ৫৮ রান। পৃথ্বী শ ২৪ বলে ৪৩ রানের এক অনবদ্য ইনিংস খেলেন। ভারতীয় দলের অধিনায়ক শেখর ধাওয়ান অপরাজিত ৮৬ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন ইন্ডিয়াকে। একই সাথে তিনি চতুর্থ ব্যাটসম্যান হিসেবে দ্রুততম ৬,০০০ রানের গণ্ডি পার করলেন। ৭ উইকেট হাতে থাকতেই ভারত সিরিজের প্রথম একদিনের ম্যাচে জয় তুলে নেয়। ভারত শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় একদিনের ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল বিকাল তিনটায়।
Ishan Kishan starting his ODI career with a SIX 🔥
Rate that confidence level 😇#SLvIND pic.twitter.com/QmvXB97XyO— Doordarshan Sports (@ddsportschannel) July 18, 2021
