
ভারতের খাতায় বিশ্বকাপ নেই প্রায় ১১ বছর সময় উঠতে হয়েছে। আইসিসি ট্রফি ভারতের ঘরে ওঠেনি প্রায় ৯ বছর হয়ে গেল। শেষবার ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির হাত ধরে ওডিআই বিশ্বকাপ ঘরে তুলেছিল ভারত। সেই মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই ২০১৩ সালে চাম্পিয়নস ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। তারপর দুটি ওডিআই বিশ্বকাপ, টোয়েন্টি টোয়েন্টি বিশ্বকাপ, একটি চ্যাম্পিয়ন্স ট্রফি এবং একটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলেছে ভারত। অথচ কোনভাবেই কাঙ্খিত উদ্দেশ্য পূরণ হয়নি ভারতীয় দলের।
যার ফলশ্রুতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড সম্প্রতি ভারতীয় দলে একাধিক পরিবর্তন এনেছে। অধিনায়ক হিসেবে রোহিত শর্মার উপর দায়িত্ব হোক কিংবা প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের আবির্ভাব, সবকিছুর প্রধান লক্ষ্য আইসিসি আয়োজিত ট্রফি অর্জন। ভারতীয় মাস্টারব্লাস্টার শচীন টেন্ডুলকার সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন,”বিশ্বকাপ অর্জন যে কোন দলের জন্য অত্যন্ত সম্মানের বিষয়। সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে হোক কিংবা দীর্ঘ ফরম্যাটের ক্রিকেটে। ট্রফি অর্জন যেকোন দলের জন্য দলের ভাবমূর্তির পরিবর্তন ঘটায়।
ক্রিকেটের ঈশ্বর শচীন টেন্ডুলকার আরো বলেন, ‘এবছর এপ্রিলেই এগারো বছর হয়ে যাবে আমরা শেষ বার বিশ্বকাপ জিতেছি। অপেক্ষাটা অত্যন্ত দীর্ঘ। সকলেই এমনকি আমিও বিসিসিআইয়ের ক্যাবিনেটে ট্রফিটা দেখতে চাইব। এটাই এমন একটা ট্রফি, যার জন্য সব ক্রিকেটাররা মাঠে নামে। এর থেকে বড় আর কিছুই হতে পারে না। তা সে সংক্ষিপ্ত ফর্ম্যাটেই হোক অথবা দীর্ঘতম ফর্ম্যাটে। বিশ্বকাপ অত্যন্ত স্পেশাল, এমনটাই আমার উপলব্ধি।’
তিনি তার কথোপকথনের মধ্য দিয়ে রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মা জুটির উপর আস্থা রেখেছেন তার ইঙ্গিত দিয়েছেন। শচীন টেন্ডুলকার বলেন, রোহিত শর্মা অভিজ্ঞ ক্রিকেটার। অন্যদিকে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের ভূমিকা ভারতীয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। আগামীতে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ওডিআই বিশ্বকাপের ফলাফল দেখার জন্য মুখিয়ে রয়েছি। এই দুই জুটির ওপর ভরসা রেখে ভবিষ্যতের পরিকল্পনা করা উচিত আমাদের। তবেই সাফল্য হতে আসবে।
