
স্কটল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত জয় পেয়ে নিজেদের নেট রানরেট বাড়িয়ে নিয়েছে টিম ইন্ডিয়া। তবে রবিবার আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারাতে না পারলে সেমিফাইনালে যাওয়ার জন্য আরও এক বছর অপেক্ষা করতে হবে ভারতীয় দলকে। তাই বর্তমানে সমস্ত ভারতীয় ক্রিকেট সমর্থকরা চাইছেন যাতে যেকোন উপায়ে কিউইদের আফগান ক্রিকেটাররা হারিয়ে দেয়। বর্তমানে ভারতের নেট রানরেট +১.৬১৯। যা নিউজিল্যান্ড এবং স্কটল্যান্ডের থেকে বেশি। রবিবারের ম্যাচে নিউজিল্যান্ড হারলে নেট রানরেটের বিচারে গ্রুপ-২ থেকে শেষ চারে যেতে সমস্যা হবে না ভারতের।
স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমে নির্ধারিত চার ওভার বল করে ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়েছিলেন জাদেজা। সেদিন ম্যাচ শেষে সেরাও হন তিনি। এদিন ম্যাচ শেষে সাংবাদিক বৈঠকে সাংবাদিকরা রবীন্দ্র জাদেজাকে আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে প্রশ্ন করে। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল রবিবার আফগানিস্তানের কাছে নিউজিল্যান্ড না হারলে ভারতীয় দল কি করবে? এর উত্তরে জাদেজা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন, নিউজিল্যান্ড না হারলে ভারতীয় দলের সকলে নিজেদের ব্যাগ গুছিয়ে বাড়ি ফিরে যাবেন। তবে তিনি এও জানিয়েছেন, ভারতীয় দল নিজেদের এই ফর্ম বজায় রাখলে তাদের শেষ পর্যন্ত আর আটকানো যাবেনা।
স্কটল্যান্ডের বিরুদ্ধে ভারত জয় পেলেই কাজ শেষ হয়ে যেত না। এই ম্যাচে তাদের রানরেট বাড়াতে হত। আর তারা সেটাই করেছে। ৬.৩ ওভারেই নির্ধারিত ৮৫ রান তুলে নিয়ে নিজেদের নেট রানরেট এক ধাক্কায় অনেকটাই বাড়িয়ে নিয়েছে বিরাট বাহিনী। বর্তমানে ভারত লিগ টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। ভারত এখন এটাই চাইবো রবিবার আফগানিস্তান কোনভাবে কিউইদের হারিয়ে দিক। তা হলেই টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে আবারও ঘুরে দাঁড়াবে ভারত। সমস্ত ক্রিকেটবিশ্বের নজর এখন আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার।
