Connect with us

Cricket News

Ravindra Jadeja: অবসর নিয়ে বড় ঘোষণা দিলেন জাদেজা! করলেন দুটি টুইট

Advertisement

রবীন্দ্র জাদেজা আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করতে পারেন ক্রিকেটমহলে ক্ষনিকের সময়ের জন্য এমন গুঞ্জন উঠেছিল। অর্থাৎ ক্রিকেটের দীর্ঘ ফরমেট টেস্ট ক্রিকেটে আর দেখা না যেতে পারে ভারতীয় এই অলরাউন্ডারকে। জানা গেছে জাদেজার চোট অনেক গুরুতর এবং তিনি এখন অনেক মাস ক্রিকেট থেকে দূরে থাকতে চলেছেন। দক্ষিণ আফ্রিকা সফরের পর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের বাইরে থাকতে পারেন জাদেজা। অথচ আসন্ন দিনে ভারতীয় দল একাধিক টেস্ট ম্যাচের সাথে ক্রিকেটের সমস্ত ফরমেটের একাধিক ম্যাচ খেলতে চলেছে।

ভারত তথা বর্তমান বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ভারতীয় দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ খেলোয়াড় সে কথা বলার অপেক্ষা রাখে না। ব্যাট হাতে হোক কিংবা বল হাতে, মাঠের সর্বত্র বিচরণ তার। কিন্তু বহুদিন ধরে ইনজুরিতে রয়েছেন রবীন্দ্র জাদেজা। চোট কাটিয়ে একাধিকবার দলে ফিরলেও আবারও ইনজুরিতে পড়ে ক্রিকেট ছাড়তে হচ্ছে এই অলরাউন্ডারকে। সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে রবীন্দ্র জাদেজা সুযোগ পেলেও প্রথম টেস্ট শেষে আবারও ইনজুরিতে পড়েছেন তিনি। সূত্রের খবর, রবীন্দ্র জাদেজার চোটের গভীরতা নাকি অনেক বেশি। তাই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন করতে ৫ মাসের বেশি সময় লেগে যেতে পারে বলে জানা গেছে।

এমন অবস্থায় গুঞ্জন উঠেছিল রবীন্দ্র জাদেজা ক্রিকেটের দীর্ঘ ফরম্যাট থেকে অবসর ঘোষণা করতে পারেন। ভারতীয় দলের জন্য শুধুমাত্র ওডিআই এবং টি-টোয়েন্টি ম্যাচ খেলতে পারেন তিনি। নিজের ক্রিকেট ক্যারিয়ার লম্বা করার উদ্দেশ্যে এমন নির্ণয় নিতে পারেন বলে গুঞ্জন উঠেছিল সোশ্যাল মিডিয়ায়। অবশেষে সমস্ত গুঞ্জনের সমাপ্তি কাটলো রবীন্দ্র জাদেজার টুইটে। একটি নয় বরং দুটি টুইট করে আগামীতে আন্তর্জাতিক ক্রিকেটে কি করতে চলেছেন সে বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি। তিনি সরাসরি জানিয়েছেন, এখনো দীর্ঘসময় বাকি রয়েছে। সমস্ত ফরম্যাটে ভারতের জার্সি পরে মাঠে নামবেন তিনি।


অর্থাৎ সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে নিজের প্রত্যাবর্তনের কথা নিজেই জানালেন রবীন্দ্র জাদেজা। ২০১২ সালে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয় জাদেজার। তিনি ৫৭টি টেস্টে ২১৯৫ রান করেছেন। ঝুলিতে আছে ২৩২টি উইকেট। চারবার ১০ উইকেট ও পাঁচবার ৯ উইকেট নেওয়ার নজিরও আছে জাদেজার।

Advertisement

#Trending

More in Cricket News