
শুধুমাত্র টিম ইন্ডিয়ার নয়, বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডারদের অন্যতম রবীন্দ্র জাদেজা। কেন জাদেজাকে অন্যতম সেরা ফিল্ডার বলা হয়, আরও একবার সেটার প্রমাণ দিলেন শুক্রবার সিডনিতে। বাউন্ডারি লাইন থেকে দৌড়ে এসে এক হাতে বল ধরে ডিরেক্ট থ্রো। রান আউট স্টিভ স্মিথ। ৩৩৮ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া।
Smith's awesome innings ends after an incredible throw from Jadeja! #AUSvIND pic.twitter.com/XtIHFCaBUH
— cricket.com.au (@cricketcomau) January 8, 2021
অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ৯ উইকেট পড়ে গিয়েছে। জোশ হ্যাজেলউডকে নিয়ে ব্যাটিং করছিলেন সেঞ্চুরি করা স্টিভ স্মিথ। জশপ্রীত বুমরাহর বলে দু রান নিতে গিয়ে রান আউট হলেন স্টিভ স্মিথ । বাউন্ডারি লাইন থেকে দৌড়ে এসে এক হাতে বল ধরে ডিরেক্ট থ্রো রবীন্দ্র জাদেজার। জাদেজার বুলেট থ্রোতে উইকেট গেল ভেঙে। তখনও ক্রিজে পৌঁছতে পারেননি স্টিভ স্মিথ। ১৩১ রানে থামল স্মিথের দুরন্ত ইনিংস। ৩৩৮ রানে শেষ অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।
রান আউট করার আগে আসল খেল দেখালেন যদিও বল হাতে। সিডনিতে ১৮ ওভার বল করে ৬২ রান দিয়ে তুলে নেন চারটি উইকেট। মার্নাস লাবুশেন, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স এবং নাথান লিওঁ-র উইকেট তুলে নেন তিনি। সেই সঙ্গে স্মিথকে ফেরালেন দুরন্ত রান আউট করে।
