Connect with us

Cricket News

IND Vs RSA: জসপ্রীত বুমরাহর আগুন ঝরানো বোলিং! মাত্র ২১০ রানে গুটিয়ে গেল দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস

Advertisement

দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবার সিরিজ জয়ের লক্ষ্যে গতকাল কেপটাউনে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। কে এল রাহুল এবং মায়ানক আগারওয়ালের জুটিতে আজকেও ম্যাচ শুরু করে টিম ইন্ডিয়া। তবে ওপেনিং জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি ভারতের। দুর্দান্ত ফর্মে থাকা কে এল রাহুল ব্যক্তিগত ১২ এবং মায়ানক আগারওয়াল ব্যক্তিগত ১৫ রানে সাজঘরে ফেরেন। এরপর চেতেশ্বর পুজারা এবং বিরাট কোহলির মধ্যে ছোট্ট একটি পার্টনারশিপ তৈরি হয়। অভিজ্ঞ ক্রিকেটার চেতেশ্বর পুজারাও ব্যক্তিগত ৪৩ রানে প্যাভিলিয়নে ফেরেন।

ক্রিজের এক প্রান্তে দাঁড়িয়ে লড়াই করতে থাকেন অধিনায়ক বিরাট কোহলি। তবে ধারাবাহিকতায় গা ভাসিয়ে প্যাভিলিয়নে ফেরেন অজিঙ্কা রাহানে। তিনি মাত্র ৯ রানে সাজঘরে ফেরেন। ঋষভ পন্থ বিরাট কোহলির সাথে কিছু সময় অতিবাহিত করলো মাত্র ২৭ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। অধিনায়ক বিরাট কোহলি ব্যক্তিগত ৭৯ রানের ইনিংস খেলে ফেরেন সাজঘরে। প্রথম ইনিংস শেষে ভারত সবকটি উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করে।

দ্বিতীয় টেস্ট থেকে দুর্দান্ত ছন্দে ফিরেছে দক্ষিণ আফ্রিকান পেস বোলিং লাইন আপ। তারা ভারতের কোন ব্যাটসম্যানকে দাঁড়াতে দেননি ক্রিজে। দলের হয়ে কাগিসো রবাদা ব্যক্তিগত ৪টি এবং মার্কো জানসেন ব্যক্তিগত ৩টি উইকেট দখল করেন।

গতকাল প্রথম দিনের তৃতীয় সেশনে ব্যাটিং করতে নেমে দক্ষিণ আফ্রিকা ১ উইকেট হারিয়ে ১৭ রান সংগ্রহ করেছিল। দুর্দান্ত ফর্মে থাকা অধিনায়ক এলগার মাত্র ৩ রানে ফেরেন প্যাভিলিয়নে। ২২৩ রানের সহজ লক্ষ্যমাত্রা হলেও ভারতীয় পেস বোলারদের বিধ্বংসী বোলিংয়ের সামনে মাত্র ২১০ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস। দলের হয়ে জসপ্রীত বুমরাহ ব্যক্তিগত পাঁচটি, মোহাম্মদ সামি এবং উমেশ যাদব ব্যক্তিগত দুটি করে উইকেট দখল করেন। ১৩ রানের লিড নিয়ে আজ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামবে বিরাট বাহিনী।

Advertisement

#Trending

More in Cricket News