
ইংল্যান্ড অধিনায়ক জো রুট টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন। ইংরেজ ওপেনার রোরি বার্নস এবং ডমিনিক শেলবি ক্রিজে দেড় ঘন্টারও বেশি টিকে থাকেন। তারা দুজনে একটি সুদীর্ঘ পার্টনারশিপ গড়ে তুলেছিলেন ঠিক এমন সময় রবি অশ্বিন সিরিজের প্রথম উইকেট পান, একটি টস-আপ ডেলিভারির পর রোরি বার্নসকে প্যাভিলিয়নে পাঠান। জসপ্রীত বুমরাহ আক্রমণ এলে ইংল্যান্ড তাদের দ্বিতীয় উইকেট হারায়। ড্যানিয়েল লরেন্স এলবিডব্লিউ হওয়ার পর 0 রানে প্যাভিলিয়নে ফেরেন।
যদিও জাসপ্রিত ভারতের বাইরে 17 টি টেস্ট খেলেছেন, তিনি এই প্রথমবার ঘরের মাঠে খেলতে নেমেছেন।শুধুমাত্র ভারতীয় দলের নয় গোটা বিশ্বে তিনি অন্যতম পেস বোলার হিসেবে বিখ্যাত। ১৭ টি টেস্ট ম্যাচে তিনি মোট ৭৯ টি উইকেট নিয়েছেন।
এইবার বুমরা শচীন এবং জাভাগাল শ্রীনাথদের রেকর্ড ভাঙলেন।শচীন ভারতের বাইরে ১০টি টেস্ট খেলার পর ঘরের মাঠে খেলতে নেমেছিলেন। অন্যদিকে জাভাগাল শ্রীনাথ বিদেশে ১২টি খেলার পর দেশের মাটিতে টেস্ট খেলার সুযোগ পান। এই পরিসংখ্যান এর দিক থেকে বুমরা শচীন এবং শ্রীনাথকে পেছনে ফেললেন। ভারতীয় দলের প্রাক্তন প্রেসার আর পি সিংহ বিদেশে 11 টি ম্যাচ খেলার পর দেশে খেলতে নেমেছিলেন।সুতরাং ভারতের মাটিতে প্রথম টেস্ট খেলতে নেমে ভোমরা এই অদ্ভুত রেকর্ডের অধিকারী হলেন। 2018 সালের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বুমরার টেস্টে অভিষেক হয়। তারপর থেকে ১৭ টি ম্যাচ খেলার পর অবশেষে ঘরের মাটিতে খেলার সুযোগ পান তিনি।
লাঞ্ছ ব্রেকের পর দ্বিতীয় সেশন চলছে এবং অধিনায়ক রুট শেলবির সঙ্গে ক্রিজে আছেন। লাঞ্চ-পরবর্তী সেশনে প্রথম কুড়ি ওভারে কোন উইকেট পড়েনি।ইংল্যান্ড মাত্র দুই উইকেট হারিয়ে ইতিমধ্যে ১০০ রান অতিক্রম করেছে।
