
ইউরো কাপ ২০২০ সেমিফাইনাল খেলায় পরস্পরের মোকাবেলা করেছে স্পেন ও ইতালি। খেলাটি অনুষ্ঠিত হয়েছে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে (Wembley stadium). এই খেলাটি অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র হয়। পেনাল্টি শুট আউট এর মাধ্যমে ৪-২ ব্যবধানে ইটালি জয় লাভ করে। এই জয় নিয়ে ইটালি টানা পরপর ১৬ টি ম্যাচে জয়লাভ করলো, যেটি তাদের একটি অনবদ্য রেকর্ড। এই ম্যাচেই দেখা গেল ভারতীয় ফাস্ট বোলার জসপ্রিত বুমরাহ জুটিকে।
উল্লেখ্য এই যে, ভারতীয় দল ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ এর ফাইনালে নিউজিল্যান্ডের কাছে পরাজিত হয়। চলতি বছরের আগস্টে ইংল্যান্ড সফরে যাবে ভারতীয় দল। সেখানে ৫টি টেস্ট খেলা অনুষ্ঠিত হওয়ার কথা। বর্তমানে ভারতীয় দলের নিয়মিত খেলোয়াড়রা ২০ দিনের ছুটিতে রয়েছেন। এই ছুটির মধ্যেই জসপ্রিত বুমরাহ এবং তার সহধর্মিণী সঞ্জনা গণেশান ইউরো কাপের সেমিফাইনাল উপভোগ করার জন্য লন্ডনে অবস্থান করছেন।
সঞ্জনা গণেশান Wembley Stadium- এ দাঁড়িয়ে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। যেটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে নেটিজেনদের কাছে। দুজনে একত্রে সময় উপভোগ করছেন সেখানে। সঞ্জনা গণেশান পেশায় একজন টিভি এংকার। চলতি মৌসুমে সঞ্জনা গণেশান ও জসপ্রিত বুমরাহ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। চলতি মাসের ১৫ তারিখে ভারতীয় দলের নিয়মিত প্লেয়ার-রা সবাই আবার কোভিড বিধির আওতায় আসবেন। বাধানিষেধে কিছুদিন থাকার পর উড়ে যাবেন লন্ডনে টেস্ট সিরিজ খেলার জন্য।
