
অবশেষে কাঙ্খিত তালিকা প্রকাশ করল বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসি। বর্ষসেরা ব্যাটসম্যান এবং বোলারের নাম প্রকাশ করল ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। টেস্ট, ওডিআই এবং টি-টোয়েন্টিতে আলাদা আলাদা সেরা ব্যাটসম্যান খুঁজে নিয়েছে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা। টেস্ট ক্রিকেটে বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ওডিআই ক্রিকেটে এই শিরোপা উঠেছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের মুকুটে। টি-টোয়েন্টি ক্রিকেটে সেরার মুকুট গেছে পাকিস্তানের হাতে। ওপেনিং ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান নির্বাচিত হয়েছেন বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার।
গতবছর ব্যাট হাতে টেস্ট ক্রিকেটে একাই শাসন করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। এক ক্যালেন্ডার বর্ষে অর্ধডজন শতরান করেছিলেন জো রুট। ইংরেজ অধিনায়ক ১৫ ম্যাচে ৬১-র গড়ে করেছিলেন ১৭০৮ রান। ক্রিকেট ইতিহাসে এক ক্যালেন্ডার বর্ষে সর্বোচ্চ রান শিকারিদের তালিকায় তিনে চলে আসেন জো রুট।
⭐️ Joe Root 🆚 Kyle Jamieson 🆚 Dimuth Karunaratne 🆚 Ravichandran Ashwin ⭐️
The winner of the 2021 ICC Men’s Test Cricketer of the Year is revealed 👉 https://t.co/oH0YWiZpfI pic.twitter.com/IumWnZCb6R
— ICC (@ICC) January 24, 2022
বাবর আজম মাত্র ৬টি ওয়ানডে ম্যাচ খেলেছেন গতবছর। তবে ঈর্ষণীয় সাফল্য এসেছিল তার ব্যাট থেকে। এক ক্যালেন্ডার বর্ষে ৪০৫ রান করেছেন তিনি। জোড়া সেঞ্চুরিও হাঁকান ৬৭.৫০-এর গড়ে।
রিজওয়ান বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে এক অনন্য নজির করেছেন গতবছর। এক ক্য়ালেন্ডার বছরে টি-২০ ক্রিকেটে ২০০০-এর ওপর রান করেন তিনি! ১৮টি হাফ-সেঞ্চুরি ও একটি সেঞ্চুরি সহ তাঁর ব্যাট থেকে আসে ২০৩৬ রান। রিজওয়ান গতবছর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বোচ্চ রান শিকারিও হন। তাছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন পাকিস্তানের এই ওপেনার। যোগ্যতার বিচারে তিনি হয়েছেন শ্রেষ্ঠ টি-টোয়েন্টি ব্যাটসম্যান।
Sheer Consistency, indomitable spirit and some breathtaking knocks 🔥
2021 was memorable for Mohammad Rizwan 👊
More 👉 https://t.co/9guq9xKOod pic.twitter.com/6VZo7aaRIA
— ICC (@ICC) January 23, 2022
এদিকে টেস্ট ক্রিকেটে বোলার হিসেবে সেরার স্বীকৃতি পেয়েছেন ভারতীয় ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন। তিনি ২০২১ মরশুমে মাত্র ৯ ম্যাচে ৫৪ উইকেট নেওয়ার পাশাপাশি করেন ৩৫৫ রানও। ইংল্যান্ডের বিরুদ্ধে দূর্দন্ত শতরানের ইনিংস এসেছে তার ব্যাট থেকে।
তাছাড়া আইসিসির বর্ষসেরা আম্পায়ারের স্বীকৃতি পেয়েছেন আইসিসি-র এলিট প্যানেলের অর্ন্তভুক্ত দক্ষিণ আফ্রিকার আম্পায়ার মারায়াস ইরাসমাস (Marais Erasmus)।
🏅 Marais Erasmus, a member of the Elite Panel of ICC Umpires, is the 2021 ICC Umpire of the Year 👏
All the announced awards so far 👉 https://t.co/2SczDfXxGP pic.twitter.com/zaC0BSyMXf
— ICC (@ICC) January 24, 2022
