Connect with us

Cricket News

শততম টেস্টে শতরান করলেন ইংল্যান্ডের জো রুট, গোটা বিশ্বে মাত্র ৯ জনই এই রেকর্ড তৈরি করতে পেরেছেন

Advertisement

ইংল্যান্ড অধিনায়ক জো রুট শুক্রবার চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনে তার ২০ তম টেস্ট সেঞ্চুরি করলেন । রুট যখন ব্যাট করতে আসেন যখন ইংল্যান্ড ৬৩ রানে দুই উইকেট হারিয়েছে। এই সময়ে ভারতীয় বোলারদের সামনে টিকে থেকে ওপেনার ডম সিবিলির সঙ্গে একটি বড় পার্টনারশিপ তৈরি করেন রুট। এই টেস্টে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। নতুন বছরে নজিরবিহীন রেকর্ড গড়লেন ইংল্যান্ডের এই অধিনায়ক। শততম টেস্টে শতরান করে কিংবদন্তি ব্যাটসম্যানদের তালিকায় নাম লেখালেন তিনি।

গোটা বিশ্বের মধ্যে নবম ব্যাটসম্যান হিসেবে শততম টেস্টে শতরান করলেন রুট। এর আগে আরো দুজন ইংলিশ বেস্ট ব্যাটসম্যান একই কৃতিত্ব লাভ করেছিলেন। এনারা হলেন কলিন কাউড্রে এবং অ্যালেক স্টুয়ার্ট। শততম টেস্টে শতরান এর তালিকায় সবার ওপরে রয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিং। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্টে শতরান করেছিলেন তিনি। এই কৃতিত্বের নজির আর কোন ক্রিকেটারের নেই। এই উপলক্ষে, দেখে নেওয়া যাক 100 তম টেস্ট ম্যাচে সেঞ্চুরির তালিকাই কোন ক্রিকেটাররা রয়েছেন।

কলিন কাউড্রে: প্রথম ব্যাটসম্যান যিনি এই মাইলফলক অর্জন করেন, প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কাউড্রে ১৯৬৮ সালের অ্যাশেজের তৃতীয় টেস্টে ২৪৭ বলে ১০৪ রান করেন। তার সেঞ্চুরির সৌজন্যে ইংল্যান্ড ৪০৯ রানে শেষ করে।

জাভেদ মিয়াঁদাদ: পাকিস্তানের সাবেক অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ লাহোরে ভারতের বিপক্ষে ১৪৫ রান করে তালিকায় যোগদান করেন। ভারতের ৫০৯ রানের জবাবে পাকিস্তান ৬৯৯/৫ রান করে। মিয়াঁদাদ তার কর্মজীবনে 23 টেস্ট টন রান করেন।

গর্ডন গ্রীনিজ: ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটসম্যান গ্রীনিজ তৃতীয় ব্যাটসম্যান হিসেবে তার ১০০তম আউটে টন রান করেন। ডানহাতি ব্যাটসম্যান মাত্র 209 বলে 149 রান করেন।

অ্যালেক স্টুয়ার্ট: অন্যতম অভিজ্ঞ ইংরেজ ক্রিকেটের অ্যালেক স্টুয়ার্ট ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫৪ বলে ১০৫ রান করেন।

ইনজামাম-উল-হক: পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক তার দেশের দ্বিতীয় ব্যাটসম্যান যিনি এই মাইলফলক অর্জন করেছেন। ডানহাতি এই ব্যাটসম্যান ২৬৪ বলে ১৮৪ রান করেন।
রিকি পন্টিং: একটি নয়, অস্ট্রেলিয়ার কিংবদন্তি সিডনিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তার ১০০তম টেস্ট আউটিং-এ দুটি সেঞ্চুরি করেছেন।

গ্রায়েম স্মিথ: তালিকার আরেক অভিজ্ঞ অধিনায়ক, স্মিথ 2012 সালে ইংল্যান্ডের বিরুদ্ধে 273 বলে 131 রান করেন।

হাসিম আমলা: দক্ষিণ আফ্রিকার সাবেক এই ব্যাটসম্যান 2017 সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে তার 100তম টেস্ট সিরিজের তৃতীয় টেস্টে 134 রান করেন।

এখনও পর্যন্ত কোন ভারতীয় ক্রিকেটার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। তবে আশা করা যায় আগামি দিনে কোন ভারতীয় খেলোয়াড় এই তালিকায় নাম লেখাবেন।

Advertisement

#Trending

More in Cricket News