Connect with us

Cricket News

Ashes 2021-22: অ্যাশেজের প্রথম টেস্টে লজ্জাজনক পরাজয়ের সাথে সাথে বিরাট শাস্তির মুখে জো রুটের ইংল্যান্ড

Advertisement

টেস্ট সিরিজের মধ্যে সবচেয়ে পরিচিত সিরিজ হলো ইংল্যান্ড অস্ট্রেলিয়া অ্যাশেজ টেস্ট। গত বুধবার থেকে শুরু হয়েছে অ্যাশেজ সিরিজ। যেখানে ইংল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। সিরিজের প্রথম টেস্টের প্রথম বলেই ইংল্যান্ডের ওপেনার ররি বার্নসকে আউট করেন অস্ট্রেলিয়ান পেস বোলার মিচেল স্টার্ক। দুরন্ত গতিতে লেগে স্ট্যাম্পের বাইরে করা ইয়র্কার বলটি ইন সুইং হয়ে রোরি বার্নসের লেগ স্টাম্প উড়িয়ে নিয়ে যায়। আর প্রথম বলে প্রথম ব্রেকথ্রু দিয়ে দুর্দান্ত শুরু করে অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ইংল্যান্ড সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৪৭ রান সংগ্রহ করে। জবাবে খেলতে নেমে অস্ট্রেলিয়া প্রথম ইনিংস শেষে সবকটি উইকেট হারিয়ে ৪২৫ রানের বিশাল স্কোর দাঁড় করান। ফলশ্রুতিতে ইংল্যান্ডের উপর ২৭৮ রানের লিভ দিয়ে বসে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার হয়ে হেড ১৫২ রান এবং ডেভিড ওয়ার্নার ৯৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন। যদিও জো রুট এবং ডেভিড মালানের ইনিংসের উপর ভর করে কিছুটা খেলায় ফেরার চেষ্টা করে ইংল্যান্ড। শেষ পর্যন্ত দ্বিতীয় ইনিংসে সবকটি উইকেট হারিয়ে ২৯৭ রান সংগ্রহ করে। ফলশ্রুতিতে অস্ট্রেলিয়ার সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় মাত্র ২০ রান। যা খুব সহজে তুলে নিয়ে ইংল্যান্ডকে লজ্জাজনকভাবে পরাজিত করে অস্ট্রেলিয়া।

এদিকে কাটা ঘায়ে নুনের ছিটা দিতে ভুল করেনি আইসিসি বিচার বিভাগ। স্লো ওভারের কারণে ইংল্যান্ডের সংগ্রহ থেকে কাটা গেছে মূল্যবান ৫ পয়েন্ট। তাছাড়া ম্যাচের ১০০% জরিমানা করা হয়েছে ইংল্যান্ডের উপর। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী প্রতি ওভার স্লো বোলিং এর জন্য ১ পয়েন্ট এবং ম্যাচের ২০% ফী কটা যাবে। আইসিসির সেই নিয়ম অনুসারে ইংল্যান্ডের খাতা থেকে মূল্যবান ৫ পয়েন্ট এবং পুরো মেসের ফি কেটে নেওয়া হয়েছে।

Advertisement

#Trending

More in Cricket News