
ভারতীয় ক্রিকেট দল এই সময় অস্ট্রেলিয়া সফরে রয়েছে। অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দল ৩ ম্যাচের ওয়ানডে, ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলার পর চার ম্যাচের টেস্ট সিরিজ খেলছে। ইতিমধ্যে ২টি টেস্ট সিরিজ খেলা হয়ে গেছে, বাকী রয়েছে আর ২টি। যেখানে দুই দলই ১-১ ফলাফলে দাঁড়িয়ে রয়েছে।
এই সিরিজে রোমাঞ্চও দেখতে পাওয়া যাচ্ছে। সিডনিতে হতে চলা তৃতীয় টেস্টও রোমাঞ্চকর হওয়ার আশা রয়েছে। সিডনিতে তৃতীয় টেস্ট ম্যাচ আগামি ৭ জানুয়ারী খেলা হবে। কিন্তু এই সিরিজের তৃতীয় টেস্টের চেয়েও বেশি বাইরের নানা ঘটনা আলোচনার কেন্দ্র হয়ে রয়েছে, এবং এই সময় মিডিয়ার শিরোনামে।
তৃতীয় টেস্টের চেয়েও বড় ঘটনা হল ৫ জন খেলোয়াড় বায়ো-বাবলের নিয়ম ভেঙে মেলবোর্নে রেস্তোরাঁয় খাবার খেতে যাওয়া ভারতীয় দলের চতুর্থ টেস্ট খেলতে অস্বীকার করা। ভারতীয় দলের ৫জন খেলোয়াড়, রোহিত শর্মা, শুভমান গিল, নভদীপ সাইনি, পৃথ্বী শ আর ঋষভ পন্থ এর বিরুদ্ধে নতুন বছরের অবসরে মেলবোর্নে করোনার মধ্যে বায়ো বাবল প্রটোকল ভাঙার অভিযোগ উঠেছে। অন্যদিকে বায়োবাবলের কড়া নিয়মের কারণে ভারতীয় দল ব্রিসবেনে চতুর্থ টেস্ট ম্যাচ খেলতে চায় না।
এই দুটি ঘটনার পর বিসিসিআই আর ক্রিকেট অস্ট্রেলিয়ার মধ্যে মনোমালিন্য বেড়েই চলেছে। কারণ ক্রিকেট অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে কথা বলছে, অন্যদিকে বিসিসিআই নিজেদের খেলোয়াড়ের সমর্থনে দাঁড়িয়েছে। এর মধ্যেই আবার ইংল্যান্ডের ভবিষ্যতদ্রষ্টা হয়ে ওঠা পেস বোলার জোফ্রা আর্চের একটি টুইটও ভাইরাল হচ্ছে।
Time to pack this bag
— Jofra Archer (@JofraArcher) January 2, 2021
যেখানে আর্চার লেখেন, “ব্যাগ প্যাক করার সময় এসে গিয়েছে।” এখন সমর্থকরা এই টুইটকে অস্ট্রেলিয়া-ভারত সিরিজের সঙ্গে যোগ করে দেখছেন। যদিও সময় এলেই জানা যাবে টেস্ট সিরিজ এই টেনশনের আবহে সম্পন্ন হয়, নাকি মাঝপথেই তা বাতিল হয়ে যাবে।
