Connect with us

Cricket News

ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ , দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন এই তারকা বোলার

  • by

Advertisement

একদিকে চোটের কারণে গোটা ইংল্যান্ড টেস্ট থেকে বাদ যান ভারতীয় দলের তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। এইদিকে ইংল্যান্ড শিবিরেও দুঃসংবাদ। চোটের কারণে দ্বিতীয় টেস্টে বাদ যাচ্ছেন জোফ্রা আর্চার। তিন উইকেটর দাবীদার এই পেশ বোলার ইংল্যান্ডের জয়ের পথকে প্রসস্থ করেছিলেন। ২২৭ রানের ব্যাবধানে জয় পেয়েছিলেন তাঁরা। এক সংবাদপত্রের কলামে আর্চার বলেছেন যে তিনি শেষ দিনে পেটের সমস্যায় ভুগছিলেন। ২৫ বছর বয়সী এই যুবক শনিবারের দ্বিতীয় টেস্টের প্রস্তুতির জন্য নেটে প্রাকটিসে ছিলেন না দলের অন্য সদস্যদের সাথে।

অসুস্থতার পাশাপাশি, কনুইয়ে অসস্তিজনিত কারণে দল থেকে ছিটকে যান আর্চার। ইসিবির বিবৃতি অনুযায়ী “জোফ্রা আর্চার ডান কনুইয়ে ইনজেকশন দেওয়ার পর অস্বস্তি বোধ করতে শুরু করেন। শনিবার থেকে চেন্নাইয়ে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট মিস করবেন তিনি। বিষয়টি আগের কোন আঘাতের সাথে সম্পর্কিত নয় এবং আশা করা হচ্ছে যে এই চিকিৎসার দ্বারা সেটির দ্রুত নিষ্পত্তি হবেএবং তিনি আহমেদাবাদে অনুষ্ঠিত তৃতীয় টেস্টের জন্য সময়মত দলে ফিরে আসতে পারবেন”। আর্চারের চোটের কারণে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড শিবিরে জেমস অ্যান্ডারসনের সাথে সম্ভবত স্টুয়ার্ট ব্রডকে নিয়েই প্রথম একাদশ সাজানো হবে৷

অন্যদিকে বেন ফোকস উইকেটকিপার জস বাটলারকে স্থলাভিষিক্ত করে উইকেটের পিছনে আসতে পারেন। আসন্ন এই টেস্ট ম্যাচ ভারতের জন্য অত্যন্ত গুরুতর হতে চলেছে। এই টেস্টে হারলে ভারতের বিশ্ব টেস্ট চ্যাম্মিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা নিঃশেষ হয়ে যেতে পারে।

Advertisement

#Trending

More in Cricket News