Connect with us

Cricket News

অস্ট্রেলিয়ায় এই প্রাক্তন পেসার বিষণ্ণতার সঙ্গে লড়াই করছেন

Advertisement

ক্রিকেটের সঙ্গে মানসিক স্বাস্থ্যের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। কোনো ক্রিকেটার মানসিকভাবে অবসন্নতায় ভুগলে মাঠের পারফরম্যান্স যেমন পড়তির দিকে থাকে, এমনকি ক্রিকেট উপভোগ করতে পারে না, অনেকে তো অবসর নিতেও বাধ্য হয়। ক্রিকেটে এমন উদাহরণ অনেক আছে। তবে মিচেল জনসন পড়েছেন নতুন সমস্যায়। ক্রিকেট ছেড়ে বিষণ্ণতায় ভুগছেন অস্ট্রেলিয়ার এই প্রাক্তন পেসার।

সব ধরনের ক্রিকেটকে ২০১৮ সালে বিদায় জানিয়েছেন ৩৮ বছর বয়সী এই আগ্রাসী পেসার মিচেল জনসন। ক্রিকেটে ব্যস্ত থাকাকালীন বিষণ্ণতা কাটিয়ে থাকতে পারলেও ক্রিকেটকে বিদায় দিয়ে বিষণ্ণতায় ভুগছেন তিনি, এমনটাই জানিয়েছেন জনসন।

সম্প্রতি একটি টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে অজি এই পেসার নিজের বর্তমান অবস্থা তুলে ধরেন। জনসন বলেন, ‘ক্রিকেট থেকে অবসরের পর আমার কাছে সবকিছু কঠিন মনে হচ্ছে। হঠাৎ কাজের ভার কমে যাওয়ায় মনে হয়েছে (আমার জীবনের) উদ্দেশ্য হারিয়ে ফেলেছি। আমার আত্মবিশ্বাস নিয়ে সমস্যা হচ্ছে। আমি ক্রিকেট ছেড়েছি দুই বছর হল, এখন অন্যরকম পরিস্থিতিতে আছি।’

এর সঙ্গে জনসন আরও যোগ করেন,’আমার ছোটবেলা থেকেই বিষণ্ণতার সমস্যা ছিল। এটা আমি বুঝতাম। তবে ক্রিকেট অনেক কিছুকেই দূরে রাখতো। এটা বিষণ্ণতাকে আড়াল করত। এরপরও পরিবার থেকে দূরে থাকার সময়গুলোতে অনেক সময় খেলার পর রুমে গিয়ে নানা কিছু নিয়ে ভাবতাম। আমার পুরো কেরিয়ার জুড়ে আমি বিষণ্ণতার মুখোমুখি হয়েছি।’

Advertisement

#Trending

More in Cricket News