
হৃদরোগে আক্রান্ত হওয়া কপিল দেব এখন পুরোপুরি সুস্থ। হরিয়ানা হ্যারিকেনকে ছেড়ে দেওয়া হল হাসপাতাল থেকে। রবিবার দুপুরে কপিলের একসময়ের সতীর্থ চেতন শর্মা টুইট করে এই সুখবরটা সবাইকে জানানেলন।
Dr Atul Mathur did Kapil paji angioplasty. He is fine and discharged. Pic of @therealkapildev on time of discharge from hospital. pic.twitter.com/NCV4bux6Ea
– Chetan Sharma (@chetans1987) October 25, 2020
রবিবার টুইটে দিল্লির ওখলা রোডের বেসরকারি হাসপাতালের চিকিত্সকের সঙ্গে কপিলের একটি ছবি পোস্ট করেন চেতন । নিজের টুইটে তিনি লেখেন,”ডাঃ অতুল মাথুর কপিলজির অ্যাঞ্জিওপ্লাস্টি করেছেন। তিনি এখন পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক। হাসপাতাল থেকেও তাঁকে ছুটি দিয়ে দেওয়া হয়েছে।” কপিলের এই সুস্থতার খবরে স্বাভাবিকভাবেই স্বস্তি পেয়েছেন কপিল দেবের শুভাকাঙ্খীরা।
Good News Kapil Paji is absolutely fine & has been discharged from the hospital. Jai mata di.
— Chetan Sharma (@chetans1987) October 25, 2020
উল্লেখ্য বুকে ব্যথা নিয়ে গত শুক্রবার ভোররাত একটা নাগাদ দিল্লির ওখলা রোডে অবস্থিত বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন কপিল। হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে এখবর জানানো হয়েছিল। রাতেই ৬২ বছরের প্রাক্তন ক্রিকেটারের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়। তারপর তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছিল। তবে বেশিদিন আর হাসপাতালে থাকতে হল না তাঁকে।
