
প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে তারকা সজ্জিত ভারতীয় দল ওডিআই সিরিজে হোয়াইটওয়াশ হয়ে দেশে ফিরতে হচ্ছে। বিষয়টি শক্তিশালী ভারতীয় দলের জন্য অত্যন্ত লজ্জাজনক বলে মনে করছেন একাধিক ক্রিকেট বিশেষজ্ঞরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত নিজেদের সর্বোচ্চ শক্তিশালী দল নিয়ে লড়াই করেছে। অথচ টেস্ট সিরিজ ২-১ ব্যবধানে এবং ওডিআই সিরিজে ৩-০ ব্যবধানে পরাজয় হজম করতে হয়েছে বিরাট-রাহুলদের। যা বর্তমানে ক্রিকেট জগতের সবচেয়ে আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে।
ভারতের বিপক্ষে দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশব মহারাজ দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। যদিও ওডিআই সিরিজে মাত্র তিনটি উইকেট দখল করেছিলেন প্রোটিয়া এই স্পিনার। তবে উইকেট সংখ্যা বেশি না হলেও উইকেটের মাহাত্ম্য ছিল অনেক বেশি। দুর্দান্ত ফর্মে থাকা শিখর ধাওয়ান এবং বিরাট কোহলির উইকেট নিয়েছেন দুবার। তাছাড়া ম্যাচে বোলিং ইকোনোমি ছিল যথেষ্ট নজরকাড়া। ইনফর্ম ব্যাটসম্যানকে দলের প্রয়োজনে প্যাভিলিয়নে ফিরিয়েছিলেন কেশব মহারাজ। ফলশ্রুতিতে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজে এক বিশাল ব্যবধান সৃষ্টি করেন তিনি।
বোলিং এর পাশাপাশি কেশব মহারাজের আরো একটি বিষয় রীতিমতো নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। ভারতকে হোয়াইটওয়াশ করার পর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন কেশব মহারাজ। যেখানে তিনি লিখেছেন, তিনি তার নিজের দলের জন্য গর্বিত। তবে সবচেয়ে নজর করা বিষয় ছিল যে, কেশব মহারাজ ইনস্টাগ্রামে যে লেখাটি পোস্ট করেছেন তার শেষ অংশে তিনি “জয় শ্রীরাম” কথাটি উল্লেখ করেছে। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছে। কোন কোন ক্রিকেট প্রেমীরা লিখেছেন, কেশব মহারাজ কবে আবার বিজেপিতে যোগদান করলেন। যদিও হাসির ছলে ক্রিকেটপ্রেমীরা এই উক্তি করেছেন।
