Connect with us

Cricket News

প্রথম ম্যাচে জয় দিয়ে আইপিএল-এর যাত্রা শুরু করল কেকেআর

  • by

Advertisement

১০ রানে সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে আইপিএল ২০২১ এর ৩য় ম্যাচ জিতল কেকেআর। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন ডেভিড ওয়ার্নার। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৭ রানে পৌঁছায় কলকাতা। সেই টার্গেট চেস করে ২০ ওভারে ১৭৭ রান করে ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন সানরাইজার্স হায়দ্রাবাদ।

কেকেআরের ওপেনিং জুটি জুটি হিসেবে মাঠে নামেন শুভমান গিল ও নীতিশ রানা। শুভমান ১৩ বলে মাত্র ১৫ রান সংগ্রহ করে রাশিদ খানের বলে ক্লিন বোল্ড হন। অন্যদিকে তাঁর পার্টনার নীতিশ রানা ৫৬ বলে ৮০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন।দলের ৫৩ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। রাহুল ত্রিপাঠী মাত্র ২৯ বলে ৫৩ রানের একটি দ্রুত নক খেলেন। নটরাজনের বলে ক্যাচ আউট হয়ে ফিরতে হয় তাঁকে। ৫ বলে ৫ রান করে ফেরেন আন্দ্রে রাসেল। রাশিদের বলে ক্যাচ আউট হন তিনি ১৭.৪ ওভারের মাথায় নীতিশ রানা মহম্মদ নাবির বলে ক্যাচ আউট হন। সেই সঙ্গে পতন হয় চতুর্থ উইকেটের। মরগ্যান করেন ২ বলে ৩। শাকিব ৫ বলে ৩ রান সংগ্রহ করে ভুবনেশ্বরের বলে ক্যাচ তুলে দেন। দীনেশ কার্তিকের মাত্র ৯ বলে ২২ রানের অপরাজিত ইনিংসটি নজর কাড়ে সকলের। ৬টি উইকেট হারিয়ে কেকেআরের স্কোর দাঁড়ায় ১৮৭।হায়দ্রাবাদের হয়ে মহম্মদ নাবি ও রশিদ খান ২ টি করে উইকেট তোলেন। ভুবনেশ্বর কুমার ও সন্দীপ শর্মা একটি করে উইকেট পান।|

হায়দ্রাবাদের ওপেনিং জুটি সম্পূর্ণ ব্যর্থ হয়।। ৪ বলে ৩ রান করে প্রসিধ কৃষ্ণার বলে ক্যাচ আউট হন ডেভিড ওয়ার্নার। অন্যদিকে ৬ বলে ৭ রান করে ফিরতে হয় ঋদ্ধিমান সাহাকে। দলের ১০ রানের মাথায় ২ টি উইকেট হারায় হায়দ্রাবাদ। এরপর বেয়ারস্টো ও মণীশ পাণ্ডে রানের রেট এগিয়ে নিয়ে যান। ৪০ বলে ৫৮ রান করে বেয়ারস্টো প্যাট কামিন্সের বলে ক্যাচ আউট হন। দলের ১০২ রানের মাথায় ৩য় উইকেটের পতন ঘটে। ১১ বলে ১৪ রান করে প্রসিধ কৃষ্ণার বলে ক্যাচ আউট হন মহম্মদ নাবি। বিজয় শঙ্কর ৭ বলে ১১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষ ওভারে ২২ রানে পিছিয়ে থাকে হায়দ্রাবাদ। শেষ ২ বলে ১৮ রান বাকি থাকাকালীন ম্যাচ জিতে নেয় কলকাতা। ৪৪ বলে ৬১ রান করে অপরাজিত থাকেন মণীশ পাণ্ডে। কেকেআরের হয়ে ২ টি উইকেট পান প্রসিধ। শাকিব, রাসেল ও কামিন্স ১ টি করে উইকেট তোলেন।

Advertisement

#Trending

More in Cricket News