
সম্প্রতি ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ভারতের হয়ে সংক্ষিপ্ত ওভারের খেলায় অধিনায়কত্ব পেয়েছেন। দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের ক্রিকেটে নেতৃত্ব দেওয়ার কথা ছিল রোহিত শর্মার। তার আগে টেস্ট ক্রিকেটে সহ অধিনায়ক হিসেবে মাঠে নামার কথা ছিল রোহিত শর্মার। লাল বলে প্র্যাকটিস করার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে দলচ্যুত হন রোহিত শর্মা। যার ফলশ্রুতিতে টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি। গত বৃহস্পতিবার প্রোটিয়া সফরে উড়ে গেছে ভারতীয় দল। রোহিত শর্মাকে ছাড়াই টেস্ট ক্রিকেটে স্বাগতিকদের বিরুদ্ধে মাঠে নামবে বিরাট বাহিনী।
ভারতীয় ক্রিকেট বোর্ড অধিনায়ক হিসেবে বিরাট কোহলির নাম ঘোষণা করলেও সহ অধিনায়কের নাম এতদিন অধরা ছিল। অবশেষে দক্ষিণ আফ্রিকা সফরে টেস্ট সিরিজে বিরাট কোহলির ডেপুটি হলেন ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল। ইতিমধ্যে তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। নিউজিল্যান্ড সিরিজে রোহিত শর্মার সাথে কাঁধে কাঁধ মিলিয়েছিলেন তিনি। তাছাড়া ভারতীয় প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের জন্য বিগত কয়েক বছর ধরে অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কে এল রাহুল।
ধারাবাহিকভাবে খারাপ ফর্মে থাকা অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পুজারার মতো অভিজ্ঞ ক্রিকেটার ভারতীয় স্কোয়াডে থাকলেও ভারতীয় ক্রিকেট বোর্ড তাদের ওপর অতিরিক্ত চাপ দিতে চাইনি। কে এল রাহুল বর্তমানে দুর্দান্ত ছন্দে রয়েছেন। ইংল্যান্ড সিরিজে চার ম্যাচে তিনি ৩১৫ রান করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে দুর্দান্ত ফর্মে ছিলেন কে এল রাহুল। তাছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র দুটি ম্যাচ খেলে ৮০ রান করেছিলেন রাহুল। তাছাড়া বিরাট কোহলির সাথে দুর্দান্ত বোঝাপড়া রয়েছে কে এল রাহুলের। দক্ষিণ আফ্রিকা সফরে কোহলি-রাহুল জুটি দুর্দান্ত সাফল্য পাবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
NEWS – KL Rahul named vice-captain of Test team for South Africa series.
KL Rahul replaces Rohit Sharma as vice-captain, who was ruled out of the Test series owing to a hamstring injury.
More details here – https://t.co/7dHbFf74hG #SAvIND | @klrahul11 pic.twitter.com/6pQPTns9C7
— BCCI (@BCCI) December 18, 2021
