
চতুর্থ পরাজয়ের মুখোমুখি হয়ে পাঞ্জাব কিংসের অধিনায়ক কেএল রাহুল গতকাল হতাশা প্রকাশ করেছেন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয় পাঞ্জাব কিংস এবং কলকাতা নাইট রাইডার্স। টসে জিতে ফিল্ডিং নেয় কেকেআর। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান করে পাঞ্জাব। ১৬.৪ ওভারের মাথায় ৫ উইকেট হারিয়ে রান চেস করে নেয় কেকেআর।
উল্লেখযোগ্যভাবে, মর্গান ব্যাট হাতে এগিয়ে আসেন। কলকাতা নাইট রাইডার্স তাদের অভিযান পুনরুজ্জীবিত করে ৪ ম্যাচের পরাজয়ের ধারা শেষ করে। নতুন পিচে পাঞ্জাব কিংসের খারাপ পারফরম্যান্স এবং আরও মানিয়ে নেওয়ার ব্যর্থতার কথা স্বীকার করেন রাহুল। “আমি সত্যিই জানি না কী বলব, এটি আমাদের খারাপ পারফরম্যান্স ছিল। আমাদের নতুন পিচে আরও ভাল ভাবে মানিয়ে নেওয়া উচিত ছিল। ব্যাট হাতে আরও অতিরিক্ত ২০-৩০ রান পেতে পারতাম। ১২০-১৩০ রান যথেষ্ট ছিল না। কয়েকটি ভুল শট খেলে দল উইকেট হারিয়েছে” ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে পাঞ্জাব কিংসের অধিনায়ক কে এল রাহুল বলেন।
“প্রথম ছয় ওভারে এই পিচের চরিত্র বোঝা কঠিন ছিল। তবে আমাদের দ্রুত মূল্যায়ন এবং মানিয়ে নেওয়া উচিত ছিল তবে আমরা তা করতে পারিনি। আমাদের এখানে আরও কয়েকটি খেলা রয়েছে এবং আমরা আমাদের ভুল গুলি থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে মাঠে নামবো” রাহুল আরও বলেন।
রবি বিষ্ণোই ৩য় ওভারে কাউ-কর্নার অঞ্চলে একটি দুর্দান্ত ক্যাচ ধরেন যা সুনীল নারিনকে ০ রানে প্যাভিলিয়নে পাথায়। অধিনায়ক রাহুল মাঠে বিষ্ণোইয়ের অসাধারণ প্রচেষ্টায় বিস্মিত ছিলেন এবং ক্যাচের জন্য ফিল্ডিং কোচ ঝন্টি রোডেসের প্রশিক্ষণকে কৃতিত্ব দিয়েছেন।
