
পৃথিবীর নিয়মে পরিবর্তন সর্বক্ষেত্রে আসবেই। সম্প্রতি ভারতীয় ক্রিকেটে ঐতিহাসিক পরিবর্তন এসেছে। দুই ফরমেটের অধিনায়কত্ব হারিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি। সাদা বলের নতুন অধিনায়ক হিসেবে ভারতীয় দলে দায়িত্ব পেয়েছেন রোহিত শর্মা। কিন্তু ভারতের হয়ে আন্তর্জাতিক স্তরে একদিনের ম্যাচ এবং টেস্ট ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বিরাট কোহলি। সূত্রের খবর, একরকম জোর করে বিরাট কোহলির নিকট থেকে অধিনায়কত্ব ছিনিয়ে নেওয়া হয়েছে। শুধুমাত্র লাল বলে অধিনায়কত্ব করার দায়িত্ব দেওয়া হয়েছে বিরাট কোহলির উপর।
ইতিপূর্বে টি-টোয়েন্টি ক্রিকেটে নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতীয় দলের নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। কে এল রাহুল ছিলেন সহ-অধিনায়ক। সূত্রের খবর, আসন্ন দিনে ভারতীয় দলের নতুন অধিনায়ক খোঁজার কাজ ইতিমধ্যে শুরু করে দিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। আর সেই দিক থেকে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে ঋসব পন্ত। ভারতীয় ক্রিকেট বোর্ড সর্বক্ষেত্রে প্রথমে তরুণদের সুযোগ দিতে অতি আগ্রহী। ঋসব পন্ত ইতিমধ্যে ভারতীয় প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের জন্য অধিনায়কত্ব করেছেন। সফলতাও এসেছে তার অধিনায়কত্বে। নেতৃত্ব দেওয়ার স্বাভাবিক গুণ রয়েছে ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋসব পন্তের। তাছাড়া আসন্ন দিনে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকমণ্ডলীদের প্রথম পছন্দের তালিকায় রয়েছেন ঋসব পন্ত।
বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর একরকম নিশ্চিত হয়ে গিয়েছিল পরবর্তীতে ভারতীয় দলের অধিনায়ক হচ্ছেন রোহিত শর্মা। সেই জল্পনা সত্যি করে আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ভারতীয় দলের হয়ে একদিনের ক্রিকেটে নেতৃত্ব দেবেন তিনি। সহ-অধিনায়ক হিসেবে সেই দৌড়ে এগিয়ে রয়েছেন কে এল রাহুল। ইতিপূর্বে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে এই দায়িত্ব পালন করেছেন তিনি। তাছাড়া ভারতীয় প্রিমিয়ার লিগে পাঞ্জাব কিংসের হয়ে অধিনায়কত্ব করে থাকেন কে এল রাহুল। মাথায় অতিরিক্ত বোঝা নিয়েও দুর্দান্ত পারফরম্যান্স করতে পিছুপা হন না ক্লাসিক এই ব্যাটসম্যান।
