
সম্প্রতি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কে এল রাহুলের সাদামাটা অধিনায়কত্ব রীতিমতো হতাশায় ফেলেছে ভারতীয় দলকে। কখন কোন বোলারকে অ্যাটাকে নিয়ে আসা প্রয়োজন কখন কোন জুটি ভাঙ্গা প্রয়োজন এই সামান্য জ্ঞান টুকুই নাকি নেই লোকেশ রাহুলের। এমনই মন্তব্য করলেন বিসিসিআইয়ের এক আধিকারিক। সম্প্রতি বিরাট কোহলি ভারতীয় দলের সমস্ত ফরম্যাটেই অধিনায়কত্ব ছেড়েছেন। তার স্থানে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে ভারতের অধিনায়ক হয়েছেন রোহিত শর্মা। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে অবশ্য সেই স্থানটি এখনো শূন্য হয়েই রয়েছে।
বিরাট কোহলির পরিবর্তে আসন্ন দিনে ভারতীয় টেস্ট দলের অধিনায়ক কে হবেন এখন সেটাই ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় প্রশ্ন। এই প্রসঙ্গে বিসিসিআইয়ের এক আধিকারিককে জিজ্ঞাসা করা হয়, অধিনায়ক হিসেবে কে এল রাহুল কতটা যোগ্য? জবাবে ওই আধিকারিক বলেন,”আপনাদের কি দেখে মনে হয় কে এল রাহুল আদৌ এই কাজের জন্য যোগ্য উত্তরসূরি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে এবং ওডিআই ক্রিকেটের নেতৃত্ব দিয়েছে ও। ওর নেতৃত্ব দেওয়ার কৌশল দেখে কি আপনার মনে হয় যে ভবিষ্যতে ভারতীয় দল লক্ষ্য পূরণ করতে পারবে?”
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রোহিত শর্মার অনুপস্থিতিতে কে এল রাহুল ওডিআই সিরিজে নেতৃত্ব দিয়েছেন। তাছাড়া টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতীয় দলের নেতা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কে এল রাহুল। তার নেতৃত্বে ভারতীয় দল চারটি ম্যাচেই লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। তাছাড়া অধিনায়কত্বের চাপ পড়তেই তার পারফরম্যান্স একদম তলানিতে ঠেকেছে। সে ক্ষেত্রে অধিনায়ক হিসেবে কে এল রাহুলের পারদর্শিতা নিয়ে ইতিমধ্যে একাধিক মাধ্যমে প্রশ্ন উঠেছে। এই প্রশ্ন করেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কারও। সাথে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক রশিদ লতিফও কে এল রাহুলের দিকে একই প্রশ্ন তুলেছেন।
