Connect with us

Cricket News

পরপর তিনটি ম্যাচে খারাপ পারফরমেন্স দিয়ে এই রেকর্ড করে বসলেন কে এল রাহুল

  • by

Advertisement

মঙ্গলবার আহমেদাবাদে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি২০তে ভারতীয় ওপেনার কেএল রাহুলের খারাপ পারফরমেন্স অব্যাহত রইলো। রবিবার দ্বিতীয় টি২০ তে ০ রানে ফিরতে হয় রাহুলকে। তৃতীয় টি২০তে সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটে, আরও একবার রানের খাতা না খুলে ফিরত যান তিনি। তৃতীয় টি-টোয়েন্টির রুদ্ধশ্বাস ম্যাচে কামব্যাক করে ইংল্যান্ড শিবির। ৮ উইকেটে ভারতকে হারিয়ে ম্যাচ ঝুলিতে ভরে মরগ্যান এন্ড কোং। আরও একবার পরাজয় হজম করতে হল ভারতেকে। টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মরগ্যান। দুই দলই একটি করে পরিবর্তন আনে। প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকার পর এই ম্যাচে সূর্যকুমার যাদবের জায়গায় দলে ফেরেন হিটম্যান রোহিত শর্মার। অন্যদিকে ইংল্যান্ড টিমে টম কারেনকে স্থলাভিষিক্ত করে আসেন মার্ক উড।

তৃতীয় ওভারে ব্যাটিং এর সময় রাহুল মার্ক উডের বলে ক্লিন বোল্ড হন। টম কারেনকে জায়গায় স্থলাভিষিক্ত হয়ে প্রথম একাদশে ফেরেন উড। তৃতীয় ওভারে উড একটি দ্রুত বোলিং করেন যা অনায়াসে রাহুলের প্রতিরক্ষা ভঙ্গ করে স্টাম্পে আঘাত করে। চলতি সিরিজে দ্বিতীয়বার ০ রানে আউট(duck) হয়ে, রাহুল একটি টি২০ সিরিজ বা টুর্নামেন্টে আরও একজন ভারতীয় দ্বারা অধিকাংশ ‘duck’ এর অবাঞ্ছিত রেকর্ড করলেন। কে এল রাহুলের আগে আশিস নেহরা আইসিসি টি২০ বিশ্বকাপে দুটি ‘duck’পেয়েছিলেন অর্থাৎ ০ রানে ফেরেন, এবং ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজে অম্বাতি রায়ুডু দুইবার আউট হন।

টি২০ তে ভারতীয় ওপেনারদের মধ্যে মোট ৪ বার ০ রানে আউট হয়ে তালিকার শীর্ষে রাহুল। এই তালিকায় রয়েছেন রোহিত শর্মা (৪), গৌতম গম্ভীর (২) এবং অজিঙ্ক রাহানে (২)।ঋষভ পন্থের অনুপস্থিতিতে সাদা বলের ক্রিকেটে ভারতের প্রথম পছন্দের উইকেট-রক্ষক ব্যাটসম্যান রাহুলের টি২০ তে বারবার ব্যর্থতা ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে।

পরবর্তী দুটি ম্যাচে পরপর ০ রানে আউত হওয়ার আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সিরিজ উদ্বোধনী ম্যাচে মাত্র ১ রানে আউট হন রাহুল। তৃতীয় টি২০তে রাহুলের তাড়াতাড়ি আউট হওয়ার পর তাঁর উদ্বোধনী সঙ্গী রোহিত শর্মাকে ১৭ বলে ১৫ রানে ফেরত পাঠানো হয়। ঈশান কিষাণ ৯ বলে ৪ রান করে আউট হন। অধিনায়ক বিরাট কোহলি একটি চমৎকার অর্ধশত রানের সঙ্গে ভারতের ডুবে যাওয়া জাহাজ উদ্ধার করেন। ব্যাটিং বিপর্যয় ঢেকে আমেদাবাদের মোতেরায় তৃতীয় টি২০ আন্তর্জাতিকে ভারতকে সম্মানজনক জায়গায় পৌঁছে দিয়েছিল অধিনায়কোচিত দুরন্ত অর্ধশতরান।

Advertisement

#Trending

More in Cricket News