
দীর্ঘ আলোচনা সমালোচনার পর অবশেষে আজ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ওডিআই ম্যাচ খেলতে নেমেছিল টিম ইন্ডিয়া। আজকের ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক টেম্বা বাভূমা। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে ভারতীয় একাদশে আজকের ম্যাচে প্রত্যাবর্তন করেছেন শিখর ধাওয়ান এবং যুজবেন্দ্র চাহাল। টসে জিতে প্রথমে অভিজ্ঞ ক্রিকেটার কুইন্টন ডি কক এবং জ্যানিম্যান মালান ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে নামেন। তবে প্রথমেই ভারতীয় পেসার জসপ্রীত বুমরাহ প্রোটিয়া শিবিরে বিশাল ধাক্কা দেন। মাত্র ৬ রানে প্যাভিলিয়নে ফেরেন ওপেনিং ব্যাটসম্যান মালান। এছাড়া দুর্দান্ত ফর্মে থাকা কুইন্টন ডি কক সংগ্রহ করেন ব্যক্তিগত ২৭ রান। এইডেন মার্করাম ব্যক্তিগত ৪ রানে ফেরেন প্যাভিলিয়নে।
এরপর অধিনায়ক টেম্বা বাভূমা এবং রাসি ভ্যানডের ডুসেন দলের জন্য বিধ্বংসী ইনিংস খেলেন। দুজনের জোড়া শতরানের উপর ভিত্তি করে নির্ধারিত ৫০ ওভার ব্যাটিং শেষে দক্ষিণ আফ্রিকা রানের বিশাল লক্ষ্যমাত্রা স্থির করতে সক্ষম হয়েছে। অধিনায়ক টেম্বা বাভূমা দলের জন্য ব্যক্তিগত ১১০ রানের ইনিংস খেলেন। রাসি ভ্যানডের ডুসেন খেলেন ১২৭ রানের অপরাজিত ইনিংস। ভারতীয় দলের হয়ে জসপ্রিত বুমরাহ ব্যক্তিগত দুটি উইকেট তুলে নেন। তাছাড়া রবীচন্দ্রন অশ্বিন তুলে নেন ব্যক্তিগত একটি উইকেট।
বিরতি শেষে ২৯৭ রানের বিশাল লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাটিং করতে নামে টিম ইন্ডিয়া। তবে ওপেনিং ব্যাটসম্যান কে এল রাহুল মাত্র ১২ রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর শিখর ধাওয়ান এবং বিরাট কোহলির মধ্যে ইনিংসের সবচেয়ে লম্বা পার্টনারশিপ তৈরি হয়। বিরাট কোহলি ব্যক্তিগত ৫১ এবং শিখর ধাওয়ান ব্যক্তিগত ৭৯ রানের ইনিংস খেলেন। শেষে অলরাউন্ডার শার্দুল ঠাকুর ৫০ রানের বিস্ফোরক ইনিংস খেললেও ৫০ ওভার ব্যাটিং শেষে ভারত ৮ উইকেট হারিয়ে ২৬৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে সিরিজের প্রথম ম্যাচে ৩১ রানের ব্যবধানে জয়লাভ করে দক্ষিণ আফ্রিকা।
