Connect with us

Cricket News

Virat Kohli: সাংবাদিক বৈঠকে বোমা ফাটালেন কোহলি! বোর্ড সভাপতি এবং বিসিসিআইকে একহাতে নিলেন

Advertisement

দক্ষিণ আফ্রিকা সফর করার পূর্বে আজ সাংবাদিক বৈঠকে বসেছিলেন ভারতীয় টেস্ট অধিনায়ক বিরাট কোহলি। অধিনায়ক পদ থেকে সরানোর পর এখনো পর্যন্ত একটি কথাও শোনা যায়নি তার মুখে। এমনকি সোশ্যাল মিডিয়ায় কোন রকম প্রতিক্রিয়া দেখাননি বিরাট কোহলি। তবে বিরাট কোহলি সাংবাদিক বৈঠকে যে বোমা ফাটাবেন সে আন্দাজ করেছিল ক্রিকেটপ্রেমীরা। আর ঠিক তেমনটাই হলো আজকের সাংবাদিক বৈঠকে। প্রোটিয়া সফরে যাওয়ার আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন বিরাট কোহলি। আর সেখানেই ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং ভারতীয় ক্রিকেট বোর্ডকে তুলোধোনা করলেন তিনি।

বিরাট কোহলিকে যখন অধিনায়ক পদ থেকে সরানো হয়েছিল তখন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী সংবাদমাধ্যমে জানিয়েছিলেন যে, অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার জন্য বিরাট কোহলিকে ৪৮ ঘন্টা সময় দেওয়া হয়েছিল। কিন্তু তিনি সেই সময়ের মধ্যে কোন রকম প্রতিক্রিয়া না দেখানোর কারনে বাধ্য হয়ে রোহিত শর্মাকে অধিনায়ক করা হয়েছে। তিনি আরও বলেছিলেন, টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব না ছাড়ার জন্য আমি বিরাট কোহলিকে বারবার অনুরোধ করেছিলাম। কিন্তু তিনি আমার কথার কোন গুরুত্ব দেননি।

আজ সাংবাদিক বৈঠক করতে গিয়ে বিরাট কোহলি সরাসরি সত্য উন্মোচন করেছেন। তিনি বলেন, একদিনের ক্রিকেটে অধিনায়ক পদ থেকে আমাকে সরানো হচ্ছে সেই খবর মাত্র দেড় ঘন্টা আগে ভারতীয় ক্রিকেট বোর্ড আমাকে জানিয়েছিল। তাছাড়া টি-টোয়েন্টি ক্রিকেটের অধিনায়ক পদ না ছাড়ার জন্য সৌরভ গাঙ্গুলী আমাকে একটি কথাও বলেননি। সংবাদমাধ্যমে বিরাট কোহলির এমন মন্তব্যের পর ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর দিকে প্রশ্ন তুলেছেন ক্রিকেটপ্রেমীরা।

বিরাট কোহলি সংবাদমাধ্যমে আরো বলেন, রোহিত শর্মার একদিনের ক্রিকেটে অধিনায়ক হয়েছেন এতে আমার কোন আপত্তি নেই। আমাদের মধ্যে কোনো রকম বৈরী সম্পর্ক নেই। খেলার মাঠে যথাসম্ভব রোহিত শর্মাকে সাহায্য করার চেষ্টা করব আমি। তাছাড়া যে কোন দলের বিরুদ্ধে আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করব। নিঃসন্দেহে আমি ভারতকে কোন আইসিসি ট্রফি দিতে পারেনি। রোহিত শর্মা হয়তো সেটিই করে দেখাবেন।

Advertisement

#Trending

More in Cricket News