Connect with us

Cricket News

Indian cricket team: টেস্ট ক্রিকেটে সিংহাসনচ্যুত কোহলি, এই ৪ ক্রিকেটারের ভবিষ্যৎ হয়ে গেল অনিশ্চিত

Advertisement

গতকাল বিরাট কোহলি ভারতীয় দলের টেস্ট ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন। ইতিপূর্বে তিনি টি-টোয়েন্টি এবং ওডিআই ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়েছেন। সর্বোপরি বিরাট কোহলি বর্তমানে ভারতীয় দলে শুধুমাত্র একজন ব্যাটসম্যান। তবে বিরাট কোহলির অধিনায়কত্বে যে একাধিক ক্রিকেটারের সৌভাগ্য গড়ে উঠেছিল তা রীতিমতো চোখে পড়েছিল সমস্ত ক্রিকেটপ্রেমীদের। বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার কারণে ভারতীয় দলের একাধিক ক্রিকেটের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে সেটা বলার অপেক্ষা রাখে না। দেখে নিন, এই তালিকায় রয়েছেন এমন কয়েকজন ক্রিকেটারকে-

১. অজিঙ্কা রাহানে: ভারতীয় টেস্ট দলের মিডল অর্ডারে একসময় অপ্রতিরোধ্য ব্যাটসম্যান ছিলেন অজিঙ্কা রাহানে। বর্তমানে ধারাবাহিকতার অভাবে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার শীর্ষে রয়েছেন তিনি। তবে বিরাট কোহলির অধীনে নিয়মিত খেলার সুযোগ পেয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের তিন ম্যাচেই খেলার সুযোগ হয়েছিল তার। তবে ব্যাট হাতে সাফল্য দেখা যায়নি তার কাছ থেকে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বিরাট কোহলির অবর্তমানে অজিঙ্কা রাহানে হয়তো প্রত্যাবর্তনের সুযোগ পাবেন না।

২. চেতেশ্বর পুজারা: অজিঙ্কা রাহানের মত ভারতীয় টেস্ট ক্রিকেটে সফল আরেক ক্রিকেটার চেতেশ্বর পূজারার ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। বিগত দুই বছর ধরে তার ব্যাট থেকেও আসেনি লম্বা কোন ইনিংস। তার পরেও অভিজ্ঞতার উপর ভিত্তি করে একের পর এক ম্যাচে সুযোগ দিয়েছিলেন বিরাট কোহলি। তবে তার অনুপস্থিতিতে যত্নহীন হয়ে পড়বে ভারতের এই অভিজ্ঞ ক্রিকেটারের ক্যারিয়ার বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

৩. অক্ষর প্যাটেল: বর্তমানে বিশ্বের এক নম্বর স্পিনার রবীচন্দ্রন অশ্বিন হলেও বিরাট কোহলি সর্বদা অক্ষর প্যাটেলকে সুযোগ দিতে পছন্দ করেছেন। বল হতে বিগত দুবছর দুর্দান্ত সাফল্য পেয়েছেন তরুণ এই ক্রিকেটার। তবে রবীচন্দ্রন অশ্বিনের জন্য টেস্ট ক্রিকেটে অক্ষর প্যাটেল জায়গা হারাতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। টেস্ট ক্রিকেটে অধিনায়করা একজন স্পিন বিকল্প নিয়ে মাঠে নামতে পছন্দ করেন। সে ক্ষেত্রে যে কোন অধিনায়কের প্রথম পছন্দ থাকবে রবীচন্দ্রন অশ্বিন।

৪. ইশান্ত শর্মা: বলতে গেলে বিরাট কোহলির আমলেই ইশান্ত শর্মার টেস্ট ক্যারিয়ার ধুলিস্যাৎ হয়েছে। সাদা পোশাকে মাঠে নামেননি প্রায় এক মাসেরও বেশি সময়। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় স্কোয়াডে তার উপস্থিতি থাকলেও ২২ গজে দৌড়াতে দেখা যায়নি এই পেস বোলারকে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, বিরাটের পরবর্তী যেই টেস্ট ক্রিকেটে অধিনায়কত্ব করবেন তিনিও ইশান্ত শর্মার ওপর অনীহা দেখাতে পারেন।

Advertisement

#Trending

More in Cricket News