
নিউজিল্যান্ড সফর শেষ হতে না হতেই দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে শোরগোল পড়ে গেছে ভারতীয় ক্রিকেটে। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা সফরের সময়সূচি স্থির করা হয়েছে। চলতি মাসের ২৬ তারিখে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে কোহলি বাহিনী। সেই উদ্দেশ্যে আগামী ১৬ তারিখ দক্ষিণ আফ্রিকা সফরে প্লেনে চড়ে বসবে ভারতীয় দল। কিন্তু তার আগেই চোট পেয়ে দল থেকে বাদ পড়েছেন রোহিত শর্মা। কয়েকদিন আগেই তিনি একদিনের ক্রিকেটে অধিনায়কত্ব পেয়েছেন। সাথে টেস্ট ক্রিকেটে সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন তিনি।
এবার ভারতীয় টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটির আবেদন জানিয়েছেন। সূত্রের খবর, আসন্ন নতুন বছরের প্রথমে কিছুদিনের জন্য ছুটির আবেদন করেছেন তিনি। কারণ হিসেবে পরিবারের সাথে সময় কাটাতে চান বলে উল্লেখ করেছেন বিরাট কোহলি। উল্লেখ্য, বিরাট কোহলির একমাত্র সন্তান ভামিকা কোহলির জন্মদিন ১১ই জানুয়ারি। সেই উদ্দেশ্যে হয়তো বিরাট কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের নিকট ছুটির আবেদন করেছেন। তবে ভারতীয় ক্রিকেট বোর্ড বিরাট কোহলির আবেদনে এখনো কোনো রকম সাড়া দেয়নি বলে জানা গেছে।
সম্প্রতি বিরাট কোহলি নিজে থেকেই টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব ছেড়েছেন। ফলশ্রুতিতে ওডিআই ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে তাকে। শুধুমাত্র টেস্ট ক্রিকেটে দলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে বিরাট কোহলির হাতে। বিসিসিআইয়ের কাছে ছুটির আবেদন করতেই বিরাট ভক্তরা মনে করছেন, হয়তো তিনি নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নিতে আরো কিছুটা সময় চাইছেন। তাই পরিবারের সাথে সময় কাটানোর নামে ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ছুটির আবেদন করেছে। রোহিত শর্মা চোট পেয়ে দলছুট হওয়ায় আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরে ওডিআই দলের নেতৃত্ব হয়তোবা বিরাট কোহলির হাতে তুলে দিতে পারে বিসিসিআই। তাই আগে থেকেই নিজেকে সরিয়ে রাখতে এমন আবদার করেছেন কিং কোহলি।
