
গতকাল থেকে জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলছে ভারত-দক্ষিণ আফ্রিকা। এই সফরে নিজের ক্যারিয়ারের শততম টেস্ট ম্যাচ খেলার কথা ছিল বিরাট কোহলির। এখনো পর্যন্ত বিরাট কোহলি আন্তর্জাতিক প্রাঙ্গণে ৯৮টি টেস্ট ম্যাচ খেলেছেন। গতকালকের ম্যাচে ব্যাট হাতে মাঠে নামলে সেটি হত তার ক্যারিয়ারের ৯৯ তম ম্যাচ। আর সূচি অনুযায়ী দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কেপটাউনে বিরাট কোহলির ১০০ তম টেস্ট ম্যাচ খেলার কথা ছিল। তবে বাধ সাধল ইনজুরি। জোহানেসবার্গে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার কিছুক্ষণ পূর্বে প্রথম একাদশ থেকে নিজের নাম সরিয়ে নেন বিরাট কোহলি। তার পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হওয়ায় শেষ মুহূর্তে ম্যাচ থেকে সরে দাঁড়ান তিনি। তার বদলে ভারতীয় একাদশে সুযোগ পেয়েছেন হনুমা বিহারী।
এখন প্রশ্ন উঠেছে, বিরাট কোহলি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ১০০তম ম্যাচ কবে এবং কোথায় খেলবেন? চলতি সিরিজের শেষ ম্যাচটি তার জন্য হবে ৯৯ তম ম্যাচ। এখনো পর্যন্ত ভারতীয় ক্রিকেট ইতিহাসে ১১ জন ক্রিকেটার রয়েছেন যারা শতাধিক টেস্ট ম্যাচ খেলেছেন তাদের ক্যারিয়ারে। দ্বাদশ ব্যক্তি হিসেবে বিরাট কোহলি কবে এই তালিকায় নাম লেখাতে চলেছেন?
খেলা ধারাভাষ্য দিতে গিয়ে ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার এই প্রশ্নের উত্তর দিয়েছেন। তিনি বলেন, নিজের ঘরের মাঠে শততম টেস্ট ম্যাচ খেলার সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। ইতিপূর্বে এবি ডি ভিলিয়ার্সও নিজের ঘরের মাঠে মাইলফলক স্পর্শ করেছিলেন। তবে বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ দেখতে কমপক্ষে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। ফেব্রুয়ারি মাসে ভারত সফর করবে শ্রীলঙ্কা। সেই সফরে তিনটি টেস্ট ম্যাচ খেলবে লঙ্কান বাহিনী। যার প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালোরে। অর্থাৎ নিজের ঘরের মাঠে শত টেস্ট খেলার সুযোগ পেতে পারেন রান মেশিন বিরাট কোহলি। সুনীল গাভাস্কার এও বলেন, ঘরের মাঠে শততম টেস্ট তাও যদি আবার দর্শকশূন্য ষ্টেডিয়ামে অনুষ্ঠিত হয় তাহলে তো বিরাট কোহলির জীবনের সেরা স্মরণীয় মূহুর্ত হতে চলেছে উক্ত টেস্ট ম্যাচটি।
ভারতীয় ক্রিকেট বোর্ডের সূচি অনুযায়ী চলতি বছরের ২৭শে ফেব্রুয়ারি শ্রীলংকার বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচে মাঠে নামবে ভারত। তবে ভারতে যেভাবে করোনার প্রকোপ বৃদ্ধি পেয়েছে তাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ নিয়ে অনিশ্চয়তা শুরু হয়েছে। যদি ফেব্রুয়ারি মাসে লঙ্কান বাহিনী ভারত সফর করে, সে ক্ষেত্রে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ব্যাঙ্গালোরে। আর সেখানেই টেস্ট ক্রিকেটে মাইলফলক স্পর্শ করতে পারেন বিরাট কোহলি।
