Connect with us

Cricket News

IND Vs RSA: ইগো সরিয়ে রাহুলের নেতৃত্বে অনুশীলনে নামলেন কোহলি! সমস্ত সমালোচনার সমাপ্তি

Advertisement

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ এখন অতীত। আসন্ন ওডিআই সিরিজের উপর দৃষ্টি এখন ভারতীয় ক্রিকেটারদের। প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজিত হওয়ার পর ওডিআই সিরিজে জয় এখন একমাত্র লক্ষ্য টিম ইন্ডিয়ার। সম্প্রতি বিরাট কোহলি ভারতীয় টেস্ট দলের নেতৃত্ব ছেড়েছেন। ইতিপূর্বে টি-টোয়েন্টি এবং ওডিআই ক্রিকেটের নেতৃত্ব গিয়ে পড়েছে রোহিত শর্মার হাতে। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চোটের কারণে স্কোয়াডে জায়গা পাননি রোহিত শর্মা। তার বদলে প্রোটিয়াদের বিরুদ্ধে ওডিআই সিরিজের নেতৃত্ব দেবেন কে এল রাহুল।

সম্প্রতি টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার পর ক্রিকেটপ্রেমীরা ভেবেছিলেন বিরাট কোহলি জীবনের চরমতম নির্ণয় নিতে পারেন। তবে অনুশীলন করতে গিয়ে দেখা গেল তার বিপরীত রূপ। ইগো সরিয়ে দিব্যি বাকি টিম মেম্বারদের মত অধিনায়ক কে এল রাহুলের কথা মন দিয়ে শুনতে ব্যস্ত তিনি। গতকাল সমস্ত আলোচনার সমাপ্তি ঘটিয়ে কে এল রাহুলের অধীনে ওডিআই সিরিজ খেলতে প্রথম অনুশীলন করতে নেমে ছিলেন বিরাট কোহলি সহ ভারতের বাকি প্লেয়াররা। যেখানে কে এল রাহুলের বক্তব্য মন দিয়ে শুনবে দেখা গেছে কোহলিকে।


ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেব এই প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে বলেন,”বিরাট কোহলি একজন পূর্ণাঙ্গ ক্রিকেটার। তাই অধিনায়কত্ব নিয়ে বসে থাকার ছেলে ও নয়। আর নিজের উপর থেকে চাপ সরাতেই সমস্ত দিক বিবেচনা করে অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট। এখন বিরাটের সামনে নিজেকে প্রমাণ করার যোগ্য সময়। তরুণ ক্রিকেটারের অধীনে খেলতে বিরাট কোহলির কোন সমস্যা হওয়ার কথা নয়। কপিল দেব উল্লেখ করেন, সুনীল গাভাস্কার আমার অধীনে খেলেছিলেন। আমি মোহাম্মদ আজহারউদ্দিনের অধীনে খেলেছি। তাতে আমাদের কোন অসুবিধা হয়নি। বরং আমরা খেলা উপভোগ করেছি। আশাকরি বিরাট কোহলিও সেটাই করবেন।”

অধিনায়ক হিসেবে আগামীকাল ওডিআই সিরিজের প্রথম ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন কে এল রাহুল। অন্যদিকে দীর্ঘ কয়েক বছর পর শুধুমাত্র একজন ব্যাটসম্যান হিসেবে ওডিআই ম্যাচ খেলতে মাঠে নামবেন কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলি। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে।

Advertisement

#Trending

More in Cricket News