Connect with us

Cricket News

IND Vs RSA: আসন্ন প্রোটিয়া সিরিজে বিশ্রামে কোহলি! রেস্ট দেওয়া হতে পারে একাধিক সিনিয়র ক্রিকেটারদের

Advertisement

আইপিএলের মেগা আসর শেষ লগ্নে এসে পৌঁছেছে। তাই আগে থেকেই ভবিষ্যতের পরিকল্পনা করা শুরু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে একাধিক সিরিজ খেলবে ভারত। এরমধ্যে আইপিএল শেষ হতে না হতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ব্লু বাহিনী। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী আগামী ৯ই জুন সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ভারত-দক্ষিণ আফ্রিকা।

তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ সিরিজ থেকে ছুটি দেওয়া হতে পারে ভারতের সদ্য প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিকে। দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে ব্যাট হাতে ব্যর্থ হওয়া বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি এবার আইপিএলের আসরেও ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এখনো পর্যন্ত আইপিএলে ১২ ম্যাচে তিনি ২১৬ রান করেছেন। যার মধ্যে মাত্র একটি অর্ধশত রানের ইনিংস এবং তিনটি গোল্ডেন ডাকের ইনিংস রয়েছে। ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, ধারাবাহিকভাবে বায়ো বাবলের মধ্যে সময় কাটিয়ে নিজের একাগ্রতা হারিয়েছেন বিরাট কোহলি। কিছুদিন বাধ্যবাধকতার বাইরে থাকলে নিঃসন্দেহে পূর্বের রূপে প্রত্যাবর্তন করতে সক্ষম হবেন তিনি।

এছাড়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আরও কয়েকজন ক্রিকেটারকে বিশ্রামে রাখার পরিকল্পনা গ্রহণ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই তালিকায় রোহিত শর্মা, জসপ্রিত বুমরাহ, ঋষভ পন্থের নামও উঠে এসেছে। বিরাট কোহলির মত চলতি আইপিএলে ব্যাট হাতে চরম ব্যর্থ হয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্বে রোহিত শর্মা এবং বিরাট কোহলির ব্যাট থেকে রান আসা একান্ত প্রয়োজন। আর সেই কারণেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম পেতে পারেন ভারতের একাধিক সিনিয়র ক্রিকেটাররা।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের সময়সূচি:

৯ জুন প্রথম টি-টোয়েন্টি (দিল্লি)

১২ জুন দ্বিতীয় টি-টোয়েন্টি (কটক)

১৪ জুন তৃতীয় টি-টোয়েন্টি (বিশাখাপত্তনম)

১৭ জুন চতুর্থ টি-টোয়েন্টি (রাজকোট)

১৯ জুন পঞ্চম টি-টোয়েন্টি (বেঙ্গালুরু)

Advertisement

#Trending

More in Cricket News