Connect with us

Cricket News

Sourav Ganguly: “কোহলির সিদ্ধান্ত একান্তই তার ব্যক্তিগত”, মধ্যরাতের মুখ খুললেন সৌরভ গাঙ্গুলী

Advertisement

সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী এবং ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলির মধ্যে ইগোর লড়াই প্রত্যেকেরই জানা। তাই বিরাট কোহলি যে ধীরে ধীরে ভারতীয় দলের সঙ্গে দূরত্ব তৈরি করবেন সেটি অনেক আগেই ধারণা করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। অবশেষে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ পরাজয়ের পর সেই ধারণা বাস্তবে রূপায়িত করেন তিনি। গতকাল নিজের টুইটার অ্যাকাউন্টে টেস্ট ক্রিকেটের নেতৃত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিরাট কোহলি। বিষয়টি রীতিমত অবাক করেছে ভারতীয় ক্রিকেট প্রেমীদের। কারণ ভারতীয় ক্রিকেট ইতিহাসে বিরাট কোহলি সবচেয়ে সফল অধিনায়ক। ক্রিকেটপ্রেমীরা মনে করছেন, ইগোর লড়াইতে এক উজ্জ্বল প্রতিভা সমাপ্ত হয়ে গেল।

এদিকে বিরাট কোহলি অধিনায়কত্ব ছাড়ার পর সকল স্তরের ক্রিকেটার এবং ক্রিকেটপ্রেমীরা তাকে শুভেচ্ছা বার্তা পাঠাতে শুরু করেছে। দীর্ঘ নীরবতা ভেঙে গতকাল ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীও টুইট বার্তা পাঠিয়েছেন বিরাট কোহলিকে।

সৌরভ তাঁর টুইটে লিখেছেন, ‘বিরাটের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট সব ফরম্যাটেই দ্রুত উন্নতি করেছে ..তবে তাঁর সিদ্ধান্ত একান্ত ব্যক্তিগত এবং বিসিসিআই তাঁর এই সিদ্ধান্তকে অত্যন্ত সম্মান করে ..ভবিষ্যতে এই দলটিকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি নিঃসন্দেহে একজন গুরুত্বপূর্ণ সদস্য হবেন। একজন দুর্দান্ত প্লেয়ার। ওয়েল ডান।’

আপাতদৃষ্টিতে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলীর টুইট বার্তায় সন্দেহজনক কোন উক্তি না থাকলেও কার্যত তিনি নরম সুরে বুঝিয়ে দিয়েছেন, বিরাট কোহলির নির্ণয় একান্ত নিজের ব্যক্তিগত। এর জন্য তার কিংবা ভারতীয় ক্রিকেট বোর্ডের কোন হাত নেই। তবে প্রশ্ন এখন বিরাট কোহলির অনুপস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন কে? যদিও এই তালিকায় একাধিক নাম উঠে এসেছে। রোহিত শর্মা, কে এল রাহুল এবং ঋষভ পন্থের নাম একাধিক মাধ্যমে শোনা গিয়েছে।

Advertisement

#Trending

More in Cricket News