
বর্তমানে ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত বিষয় হলো ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলি। সম্প্রতি ভারতীয় দলের সমস্ত ফরম্যাটে অধিনায়কত্ব ছেড়েছেন তিনি। ফলশ্রুতিতে স্বাভাবিকভাবেই বিশ্ব ক্রিকেটে এখন আলোচনার শীর্ষে রয়েছেন তিনি। স্বভাবতই এই আলোচনার প্রসঙ্গ হয়ে দাঁড়িয়েছে বিগত দিনে বিরাট কোহলির পারফরম্যান্স। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে বিরাট কোহলির দিকে চোখ ছিল ক্রিকেটপ্রেমীদের। যদিও কে এল রাহুলের নেতৃত্বে সিরিজের প্রথম ম্যাচে প্রোটিয়াদের বিরুদ্ধে ৩১ রানে পরাজয় হজম করতে হয়েছে টিম ইন্ডিয়াকে। তবে গতকাল ব্যাট হাতে পুরনো ছন্দে দেখা গেছে কিং কোহলিকে।
দীর্ঘ ৭ বছর পর অধিনায়কত্ব হীন কোহলি প্রথম বার ব্যাট হাতে মাঠে নেমেছিলেন। আর মাঠে নেমেই প্রথম দিনে দুই কিংবদন্তির রেকর্ড ভেঙে ফেললেন কোহলি। গতকাল ব্যাট হাতে দারুন ছন্দে ছিলেন বিরাট কোহলি। ৬৩ বলে ৫১ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। যেখানে তার ব্যাট থেকে তিনটি বাউন্ডারি এসেছিল। গতকাল অর্ধশত রানের ইনিংসের ওপর ভর করে বিরাট কোহলি বিদেশের মাটিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার এবং রিকি পন্টিংকে পেছনে ফেলেছেন। ইতিপূর্বে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভেঙ্গেছিলেন তিনি।
এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিদেশের মাটিতে ওডিআই-এ সর্বোচ্চ রানের মালিক হয়ে গেলেন কোহলি। শচীন টেন্ডুলকারের ৫০৬৫ রানের রেকর্ড এদিন টপকে যান তিনি। সাথে রিকি পন্টিংয়ের ৫০৯০ রানের রেকর্ডও টপকে গিয়েছেন বিরাট কোহলি। বিশ্বের মধ্যে বিদেশের মাটিতে ওডিআই-এ সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি। এই তালিকায় শীর্ষে রয়েছেন কুমার সাঙ্গাকারা। তাঁর সংগ্রহ ৫৫১৮ রান। ধারণা করা হচ্ছে, খুব শীঘ্রই বিরাট কোহলি কুমার সাঙ্গাকারার রেকর্ড টপকে বিদেশের মাটিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী হিসেবে শীর্ষস্থানে নিজের নাম লেখাবেন।
