
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ডেবিউ করেন মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া।ডেবিউ ম্যাচে দুর্দান্ত নক খেলেন ক্রুণাল। ৩১ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন তিনি। তাঁর এই নজরকারা ইনিংস ভারতকে ৩১৭ রানে পৌঁছাতে সাহায্য করে। সেই সঙ্গে বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে অন্যতম নজিরও গড়েছেন বাঁ-হাতি এই অলরাউন্ডার।
মাত্র ২৬ বলে অর্ধ শতরান করেন এই অলরাউন্ডার। তাঁর আগে কোনো ব্যাটসম্যান ওয়ানডে অভিষেকে এতো দ্রুত হাফ সেঞ্চুরি করেননি৷ দেশের ১৫তম ক্রিকেটার হিসেবে অভিষেক ওয়ানডে ম্যাচেই অর্ধশতরান করলেন তিনি। তবে এটা ছিল ক্রুনালের জন্য একটি আবেগঘন অভিষেক। তিনি সম্প্রতি তার বাবাকে হারিয়েছেন। পোস্ট ম্যাচ কনভারসেশন তাঁকে চোখের জল ফেলতেও দেখা গেছে।
প্রথম ম্যাচে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। প্রথম ওয়ানডে ম্যাচে ওপেনার হিসেবে কোহলি রোহিত শর্মার সাথে শিখর ধাওয়ানকে নির্বাচন করেন। ২ রানের জন্য সেঞ্চুরি মিস করেন শিখর। ১০৬ বলে ৯৮ রান দুর্দান্ত ইনিংস খেলে তাক লাগান তিনি। এর আগে টি২০ টুর্নামেন্টে ওপেনিং স্লটে খারাপ পারফরমেন্সের জন্য বাদ পড়তে হয়েছিলো তাঁকে। ১১ টি চার এবং ২ টি ছক্কায় সাজানো শিখরের ইনিংস বহুল প্রশংসা পায়।
অন্যদিকে রোহিত শর্মা ৪২ বলে ২৮ রান করে স্টোকসের বলে ক্যাচ আউট হন। দলের ৬৪ রানের মাথায় প্রথম উইকেটের পতন ঘটে। এরপর ক্যাপ্টেন কোহলি ক্রিজে নেমে রান টেনে তুলতে সঙ্গ দেন। ৬০ বলে ৫৬ রানের ইনিংস খেলেন তিনি। ৩২.১ ওভারের মাথায় ১৬৯ রানে মার্ক উডের বলে ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। শ্রেয়স আইয়ার করে ৯ বলে ৬ রান। ৩৪.৫ ওভারে তৃতীয় উইকেটের পতন ঘটে। শ্রেয়স আইয়ারও মার্ক উডের বলে ক্যাচ আউট হন।
টি ২০ তে ব্যাট হাতে নিস্তেজ থাকার পর আজ প্রথম ওয়ানডে ম্যাচে রাহুলের ব্যাট চওড়া হয়। ৪৩ বলে ৬২(অপরাজিত) রান করে দলের রান অনেকটা টেনে নিয়ে যান। ৩৮.১ ওভার পর্যন্ত টিকে থাকার পর শিখর ধাওয়ানের উইকেটটি নেন বেন স্টোকস। ৯ বলে ১ রান করে বেন স্টোকসের বলে ক্যাচ আউট হন হার্দিক পান্ডিয়া।ডেবিউ ম্যাচে দুর্দান্ত নক খেলে ক্রুণাল ৩১ বলে ৫৮ রান করে অপরাজিত থাকেন। তাঁর এই নজরকারা ইনিংস ভারতকে ৩১৭ রানে পৌঁছাতে সাহায্য করে।
