
আজ মুম্বাই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়া পুনেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে টিম ইন্ডিয়ার হয়ে ডেবিউ করলেন। ভাই হার্দিক পান্ডিয়ার থেকে ওয়ানডে ডেবিউ ক্যাপ পাওয়ার পর কান্নায় ভেঙে পড়েন ক্রুনাল। আবেগপ্রবণ হয়ে ভাই হার্দিককে জড়িয়ে ধরেন তিনি। আইপিএল ২০২০ এবং বিজয় হাজারে ট্রফি ২০২১ এ তাঁর ভাল পারফরম্যান্সের উপর ভিত্তি করেই ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন ক্রুনাল।
ক্রুনাল বিজয় হাজারে ট্রফি ২০২১ এ ৫ ইনিংসে ৩৮৮ রান করেন যার মধ্যে ছিল দুটি অর্ধ শতরান। ক্রুনাল ভারতের হয়ে ১৮ টি টি২০ খেলেছেন এবং ৩৬ গড়ে ১২১ রান সংগ্রহ করেছেন। ক্রুনাল পান্ডিয়ার পাশাপাশি অভিষেক করেন কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলার প্রসিধ কৃষ্ণ। ২৫ বছর বয়সী এই তরুণ ২০১৭-১৮ এর মরশুমে বিজয় হাজারে ট্রফিতে অবিশ্বাস্য পারফরম্যান্স সঙ্গে গত ৪-৫ বছর ধরে ঘরোয়া সার্কিটে চিত্তাকর্ষক হয়ে উঠেছেন। সম্প্রতি প্রসিধ কৃষ্ণও একটি নজরকারা টুর্নামেন্ট খেলেন যেখানে তিনি কর্ণাটকের জন্য ১৪ টি উইকেট তুলে নেন।
প্রথম ম্যাচে টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। পুনে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে গোটা সিরিজ। ওয়ানডে সিরিজ দিয়েই ভারতে ইংল্যান্ডের সফর শেষ হবে যা ফেব্রুয়ারিতে চার ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হয়েছিলো। ২৬ তারিখে দ্বিতীয় ওয়ানডে এবং ২৮শে মার্চ তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমে টেস্ট ও পরে পাঁচ ম্যাচের টি২০ সিরিজে জয় পায় যা শনিবার (২০ মার্চ) শেষ হয়। টেস্টের মত, ইংল্যান্ড একটি জয় সঙ্গে টি২০ সিরিজ শুরু করে কিন্তু এটিও জিততে ব্যর্থ হয়। প্রথম তিনটি ম্যাচের দুটিতে পরাজয়ের পর ভারত আহমেদাবাদে সিরিজ ৩-২ তে জিতেছে। উভয় দলই এখন ওয়ানডেতে এর বিরুদ্ধে লড়াই করবে।
ভারতের সম্পূর্ণ ওয়ানডে স্কোয়াডঃ বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শিখর ধবন, শুভমন গিল, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ড্য, ঋষভ পন্থ (উইকেটকিপার), কে এল রাহুল (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, ক্রুণাল পাণ্ড্য, ওয়াশিংটন সুন্দর, টি নটরাজন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ ও শার্দুল ঠাকুর।
