
ভারতীয় স্পিনার কুলদীপ যাদব কয়েকমাস পরে ফের আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করলেন। আন্তর্জাতিক স্তরে তাঁর এই দুরন্ত কামব্যাকের কৃতিত্ব তিনি সম্পূর্ণ রাহুল দ্রাবিড়কে দিতে চান। ১৮ জুলাই রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত কুলদীপের দুর্দান্ত পারফরমেন্স আকর্ষণীয় ছিল। বাঁহাতি রিস্ট-স্পিনার, ওপেনার মিনোদ ভানুকা এবং ভানুকা রাজাপক্ষের উইকেট তুলে নেন এবং তাঁর ৯ ওভারের কোটায় মাত্র ৪৮ রান দিয়েছিলেন।
কুলদীপ জানিয়েছেন, দীর্ঘদিন পর খেলতে নেমে একটু জড়তা ছিল। তবে তা কাটিয়ে দেন কোচ রাহুল দ্রাবিড়ই। দ্রাবিড়ের ব্যাপারে বলতে গিয়ে কুলদীপ বলেছিলেন যে ভারতীয় ক্রিকেটের ‘ওয়াল’ সবসময় তাঁর পাশে থেকে অনুপ্রেরণা জুগিয়েছেন বলেই এই কামব্যাক সম্ভব হয়েছে।
ম্যাচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনেও কুলদীপ বলেন, “মাঠে নামলে চিন্তা তো হয়ই। কিন্তু রাহুল স্যর পাশে দাঁড়িয়ে আমাকে অনুপ্রাণিত করেছেন। বোলিং নিয়ে অনেক কথা হয়েছে আমাদের মধ্যে। উনি আমাদের ফলাফলের কথা না ভেবে বোলিং উপভোগ করতে বলেছেন। আস্থার দাম রাখতে পেরে আমি খুশি”।
