Connect with us

Cricket News

Gautam Gambhir: “অধিনায়কত্ব কারোর জন্মগত অধিকার নয়!” বিরাট প্রসঙ্গে মন্তব্য করলেন গৌতম গম্ভীর

Advertisement

ক্রিকেটের সমস্ত ফরম্যাটে থেকে অধিনায়কত্ব চলে গেছে বিরাট কোহলির কাঁধ থেকে। তাই কোহলিকে ফের পুরনো ছন্দে দেখা যাবে বলে আশা করেন তারই প্রাক্তন সতীর্থ গৌতম গম্ভীর। গৌতম গম্ভীর মনে করেন, অধিনায়কত্বের চাপ সরিয়ে বিরাট কোহলি এবার মুক্তমনে খেলতে পারবেন। তাছাড়া বিরাট কোহলির উদ্দেশ্যে তিনি বলেন,”অধিনায়কত্ব কারোর জন্মগত অধিকার নয়, যে তার জন্য সমস্ত স্বার্থ ত্যাগ করতে হবে।” বিরাট কোহলির সামনে এখন ব্যাট হাতে নিজেকে প্রমাণ করার যোগ্য সময়। আর সেই সময়টাকে কাজে লাগানোর দিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন কোহলির।

ইতিমধ্যে ওডিআই এবং টি-টোয়েন্টি ক্রিকেটের নেতৃত্ব গিয়েছে রোহিত শর্মার হাতে। টেস্ট ক্রিকেটের ক্ষেত্রে অবশ্য সেই দায়িত্ব যেতে পারে কে এল রাহুলের নিকট। দুজনেই বিরাট কোহলির অত্যন্ত ভালো বন্ধু। তাদের অধীনে বিরাট কোহলি একজন ব্যাটসম্যান হিসেবে মাঠে নামবেন। সেখানে নিজেকে প্রমাণ করার আরও বেশি সুযোগ সৃষ্টি হবে বিরাট কোহলির জন্য। কারণ নেতা হিসেবে চাপে থাকবেন রোহিত শর্মা কিংবা কে এল রাহুল।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই সিরিজে প্রথমবার শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে মাঠে নামতে চলেছে বিরাট কোহলি। যেখানে তিনি কে এল রাহুলের অধীনে ব্যাটসম্যান হিসেবে মাঠে নামবেন। কে এল রাহুলের সাথে ওর মানিয়ে নিতে কোন অসুবিধা হবে না। তাছাড়া ইতিপূর্বে মহেন্দ্র সিং ধোনি বিরাট কোহলির অধীনে খেয়েছেন। সেই পরিস্থিতি ও নিজের চোখে দেখেছে, উপলব্ধি করেছে। তাই এই পরিস্থিতিতে চাপমুক্ত হয়ে রানে ফিরতে পারেন বিরাট।

তাছাড়া বিরাট সর্বদা মাঠে আগ্রাসী। তার হাতে অধিনায়কত্ব নেই মানে তার খেলার ধরণের কোন পরিবর্তন হবে না। ও দেশের জন্য রান করতে ভালোবাসে। আর দেশের জন্যই ব্যাট হাতে মাঠে নামবে বিরাট। শুধুমাত্র এই কথাটি মাথায় রাখতে হবে,”অধিনায়কত্ব কারোর জন্মগত অধিকার নয়।”

Advertisement

#Trending

More in Cricket News